30 C
Kolkata
Saturday, May 4, 2024

Facebook: প্রায় ১২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন, সংকটে ফেসবুক!

Must Read

 ফেসবুক কর্মীরা কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে। ২০০৪ সালে সোশ্যাল মিডিয়া বাজারে আসার পর এতবড় ধাক্কা আসেনি মার্ক জুকেরবার্কের কোম্পানিতে।

সংবাদ মাধ্যমে জানা যায়, ফেসবুক ছেড়ে চলে গেছেন কমপক্ষে ১৪ লাখ মানুষ। সেই ধাক্কা আসতে চলেছে এবার ফেসবুক কর্মীদের উপরে। জানা যাচ্ছে কমপক্ষে ১২ হাজার কর্মীকে ছাঁটাই করতে চলেছে ফেসবুক।

আরও পড়ুন -  সারা ছুটির দিনে কি করেন ?

আগেই মার্ক জুকেরবার্ক ঘোষণা করেছিলেন, মেটাভার্স তৈরি করতে ১০ হাজার জনের চাকরি হবে। উল্টে মেটা-র কর্মীসংখ্যা কমিয়ে দেয়া হয়েছে। এক সপ্তাহে ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের অভিযোগ উঠছে ফেসবুকের বিরুদ্ধে। সম্প্রতি তার সম্পত্তির অর্ধেক খুইয়েছেন মার্ক জুকেরবার্ক। ফোর্বস-র ধনীর তালিকায় তিনি এখন নীচে নেমে ২২ নম্বরে। সেই থেকেই খরচ কমানোর চেষ্টা করে চলেছে ফেসবুক। ব্যবহারকারীদের তথ্যফাঁস সহ একাধিক কারণে ফেসবুককে দিতে হয়েছে ৬ মিলিয়ন ডলার জরিমানা। পাশাপাশি কোম্পানির গ্রহনযোগ্যতা নেমে যায়।

আরও পড়ুন -  Ranveer Singh: ক্যামেরার সামনে রণবীরের চুমু কপিল দেবকে ! ভাইরাল ছবি

টিকটকের কাছে ধাক্কা খেয়েছে ইনস্টাগ্রাম। কিছু ফিচার প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। প্রায় ১০ বিলিয়ন ডলায় বিজ্ঞাপনও হারাতে পারে ফেসবুক। সোশ্যাল মিডিয়া জায়ান্ট সূত্রে খবর, বছর শেষে কোম্পানির কর্মক্ষমতার ভিত্তিতে ১৫ শতাংশ কর্মীকে বসিয়ে দিতে পারে।

আরও পড়ুন -  অভিনেত্রী পূজা ব্যানার্জীর ছোট্ট কৃশিবের জন্মদিন পালন করলেন, সাথে গণেশ পুজো করছেন

 কোম্পানির কর্মীদের সঙ্গে বৈঠকে জুকেরবার্ক মন্তব্য করেছেন, ‘আশা করেছিলাম আর্থিক পরিস্থিতি খানিকটা ভালো হবে। কিন্তু তেমন কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। তাই আমাদের কিছু পরিকল্পনা নিতে হবে।’ জুকেরবার্কের ওই মন্তব্যেও কোনও কড়া পদক্ষেপের ইঙ্গিত রয়েছে মনে করছে তথ্যভিজ্ঞ মহল। ছবিঃ সংগৃহীত।

Latest News

Bhojpuri: প্রায় ২৩ লাখের বেশি মানুষ দেখলেন, অঞ্জনা সিংয়ের সাথে এই রকম করে রোমান্সে মাতলেন নিরহুয়া

Bhojpuri: প্রায় ২৩ লাখের বেশি মানুষ দেখলেন, অঞ্জনা সিংয়ের সাথে এই রকম করে রোমান্সে মাতলেন নিরহুয়া।  ভোজপুরী ভিডিও সং। ভোজপুরী ভিডিও...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img