36 C
Kolkata
Friday, April 26, 2024

Durga Puja-2022: লগ্নজিতা পূজোয় আসিফের সঙ্গী

Must Read

আসিফ আলতাফ প্রতিশ্রুতিশীল সংগীতশিল্পী। কণ্ঠের পাশাপাশি তিনি নিজেও লিখেন। তবে কণ্ঠ-সুরে বৈচিত্র্য আনতে তিনি প্রায়শই আশ্রয় নেন দুই বাংলার অসাধারণ সব শিল্পীর।

চলমান পূজো উৎসবে বাড়তি রঙ মেশাতে আসিফ আলতাফ হাজির হলেন দারুণ এক প্রেমময় গান নিয়ে। ‌‘প্রেমে পড়ি’ নামের গানটিতে রয়েছে কলকাতার সেনসেশন কণ্ঠশিল্পী লগ্নজিতা চক্রবর্তী। দু’জনের এটা দ্বিতীয় গান। যথারীতি গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা শিল্পী নিজেই করেছেন। সংগীতায়োজনে ছিলেন পাভেল আরিন।

আরও পড়ুন -  Malai Web Series: লজ্জার সীমা পার শারীরিক চাহিদা পূরণ করতে অতিক্রম করলেন অঙ্কিতা সিং, রাতে ঘুম নেই পুরুষ নেট ভক্তদের

গানটির গল্প ধরে একটি দৃষ্টিনন্দন ভিডিও নির্মাণ করেছেন কায়সার আল রাব্বী। ১ অক্টোবর সন্ধ্যায় গানচিত্রটি উন্মুক্ত হয় আসিফ আলতাফ অফিশিয়াল নামের ইউটিউব চ্যানেলে।

‘প্রেমে পড়ি’ প্রসঙ্গে আসিফ আলতাফ বলেন, ‘পূজো উপলক্ষে এই প্রথম কোনও গান করলাম। লগ্নজিতার সঙ্গে এটা আমার দ্বিতীয় গান। অত্যন্ত কোওপারেটিভ, অবশ্যই দারুণ গায়কী। আশাকরি গানটি শ্রোতারা পছন্দ করবেন।’

আরও পড়ুন -  World Bank: বিশ্বব্যাংক দেবে ১.৭৮ বিলিয়ন ডলার, তুরস্ককে

লগ্নজিতা বলেন, ‘আমি আর আসিফ আলতাফ মিলে আরও একটি গান করলাম। আমার খুব ভালো লেগেছে গানটা। আমার বিশ্বাস আপনাদেরও অনেক ভালো লাগবে।’

সাম্প্রতিক সময়ে জনপ্রিয় গায়ক নচিকেতা ও আসিফ আলতাফের ‘কাঁটাতার’ শিরোনামের গানটি দুই বাংলায় দারুণ প্রশংসিত। সে সময় আলতাফের লেখা, গায়কী ও কাজের প্রশংসা করে নচিকেতা বলেন, ‘আমার দেখা বাংলাদেশের অন্যতম প্রতিভাবান ও রুচিশীল শিল্পী আসিফ আলতাফ। তার গান একদিন দেশের মানুষ আনন্দ নিয়ে শুনবে।’

আরও পড়ুন -  Ranbir Kapoor: মেয়েরা পার্লারে যায় মন ভাঙলেঃ রণবীর কাপুর

আসিফ আলতাফের ‘জুতো’ গানটিও সর্বমহলে প্রশংসিত হয়। গত বছর লকডাউনে লগ্নজিতার সঙ্গে ‘দূরত্ব’ গানটি মহামারিতে বিষণ্ণ মানুষের প্রাণ ছুঁয়ে দেয়। ন্যানসির সঙ্গে আলতাফের গাওয়া ‘সুবহে সাদিক’ গানটিও শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হয়েছে।

Latest News

এই তাপপ্রবাহে আরো গরম বাড়িয়ে দিলেন মধুমিতা! টাইট পোশাকে উদ্ধত যৌবন দেখে নেটিজেনরা হা করে তাকিয়ে রয়েছে

এই তাপপ্রবাহে আরো গরম বাড়িয়ে দিলেন মধুমিতা! টাইট পোশাকে উদ্ধত যৌবন দেখে নেটিজেনরা হা করে তাকিয়ে রয়েছে।  বাংলা বিনোদন। বাংলা বিনোদন,...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img