34 C
Kolkata
Friday, May 3, 2024

হাতের যত্ন কি ভাবে করবেন?

Must Read

  হাতের তুলনায় ত্বকের যত্নটাই বেশি নেয়া হয়। কাজ, রোদের তাপ হাতকে করে দেয় রুক্ষ এবং শুষ্ক।

 মুখের পাশাপাশি হাতও ভালো করে পরিষ্কার করে নিবেন। ঘন ঘন হাতে সাবান ব্যবহার করবেন না। এতে করে হাত আরও রুক্ষ হয়ে পরে।সাবানের পরিবর্তে ব্যবহার করতে পারেন বডি ওয়াশ কিংবা হ্যান্ডওয়াশ।

আরও পড়ুন -  শিবরাত্রিতে নিখোঁজ হওয়া ব্যক্তির দেহ উদ্ধার

রোদের তাপ থেকে যতোটা সম্ভব হাতকে রক্ষা করুন।
বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করবেন।

 সাবান ব্যবহারের পর ময়েশ্চারাইজার ব্যবহার করতে একদমই ভুলবেন না। ময়েশ্চারাইজার ব্যবহার না করলে হাত আরও রুক্ষ হয়ে পড়বে।

ঘরের কাজের জন্য বার বার জল ব্যবহার করতে হয়। ঘরের কাজ করার সময় হাতে গ্লাভস ব্যবহার করুন।
হাতে বেশি গরম জল ব্যবহার করবেন না।
ময়েশ্চারাইজার হিসেবে আমন্ড তেল , নারিকেল তেল এবং অলিভ অয়েল ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন -  কুলটির বেসরকারি স্কুলে অভিভাবকদের বিক্ষোভ

হাতের রুক্ষতা দূর করতে ঘরেই বানিয়ে নিতে পারেন প্যাক। সেজন্য আধ কাপ চালের গুঁড়া নিয়ে নিন। এর সাথে এক চামচ বেসন এবং কাঁচা হলুদের রস মিশিয়ে নিন। সেই সাথে লেবুর রস ও গ্লিসারিন যোগ করুন। এরপর পুরো হাতে প্যাকটি ব্যবহার করে শুঁকানো পর্যন্ত অপেক্ষা করুন। শুঁকিয়ে গেলে স্ক্রবিং করে তুলে ফেলুন। এই গুলি করে দেখুন আপনার হাতের ত্বক কমনীয় এবং সুন্দর হবে।

আরও পড়ুন -  Coffee Face Pack: কফির ফেসপ্যাক ত্বকের উজ্জ্বলতায় উপযোগী

Latest News

Web Series: শরীরের খেলা শুরু বাসর রাতেই, নেটজগতে কাঁপছে এই ওয়েব সিরিজ

Web Series: শরীরের খেলা শুরু বাসর রাতেই, নেটজগতে কাঁপছে এই ওয়েব সিরিজ।  Web Series টি ১৮+ উদ্ধের জন্য। ওয়েব সিরিজ!...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img