কুলটির বেসরকারি স্কুলে অভিভাবকদের বিক্ষোভ

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ লকডাউনের সময় অতিরিক্ত ফি মুকুব করার দাবি নিয়ে বিক্ষোভ সামিল হয় অভিভাবকরা। রাজ্য সরকার নির্দেশ দিয়েছেন সরকারি বা বেসরকারি স্কুলে অতিরিক্ত ফি নেওয়া যাবে না তাসত্বেও কুলটির একটা বেসরকারি স্কুলে অতিরিক্ত ফি চাওয়া হচ্ছে তারই প্রতিবাদে সোমবার স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। অভিভাবকদের দাবি স্কুলের মাসিক বা বাৎসরিক ফি দিতে তারা প্রস্তুত কিন্তু কোন অতিরিক্ত ফি তারা দেবেন না। বিক্ষোভের ঘটনার
খবর পেয়ে কুলটি থানা ও নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ ঘটনা স্থলে পৌছায়। পুলিশ অভিভাবকদের দাবি শুনে স্কুল কতৃর্পক্ষর সাথে কথা বলে এবং বিক্ষোভকারীদের এক সপ্তাহ সময় চেয়ে নেওয়া হয়। পুলিশ আরো জানায় স্কুল কতৃর্পক্ষ জানিয়েছেন তারা উর্ধতন কর্মকর্তাকে জানাবেন একসপ্তাহ পর তারা জানাতে পারবেন তাদের সিদ্ধান্ত। পুলিশের থেকে আশ্বাস পেয়ে অভিভাবকরা বিক্ষোভ তুলে নেন। আগামি রবিবার পর্য্যন্ত এই বিষয়ে সময় চাইলো স্কুল কতৃপক্ষ ও পুলিশ! অভিভাবকদের পক্ষ থেকে জানানো হয় আগেও আমরা জানিয়েছি যে স্কুল চালানোর জন্য যে টিউশন ফি হয় সেটা দিতে প্রস্তুত আমাদের পক্ষ। কিন্তু এই করোনা পরিস্থিতি সময় স্কুলএর অতিরিক্ত ফি গুলো দেয়া যাবে না। কিন্তু স্কুল পক্ষ থেকে এই বিষয়ে সঠিক করে কিছু  বলছে না। এই নিয়ে দ্বিতীয় বার আমরা স্কুল কতৃর্পক্ষকে জানাতে এসেছি।

আরও পড়ুন -  ২৮% GST এই সমস্ত জিনিসে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করলেন