42 C
Kolkata
Monday, April 29, 2024

Mariupol: শেষ দিনের মুখোমুখি, মারিউপোলে ইউক্রেনীয় বাহিনী

Must Read

 ইউক্রেনীয় মেরিনদের এক কমান্ডার বলেছেন, তার বাহিনী ‘হয়তো শেষ দিনের মুখোমুখি হচ্ছে।’ বুধবার ভোরে এক ফেসবুক পোস্টে তিনি তাদেরকে এখান থেকে সরিয়ে নেয়ার আবেদন জানান।

৩৬তম মেরিন ব্রিগেডের সার্হেই ভোলেইনা বলেন, ‘শত্রুপক্ষের সংখ্যার তুলনায় আমাদের সংখ্যা কমে ১০ জন থেকে ১ জনে দাঁড়িয়েছে।’ আমাদের সেনারা অবরুদ্ধ আজভস্টাল কারখানার বিশাল ভূগর্ভস্ত টানেলে আশ্রয় নিয়েছে। রুশ সেনারা ইউক্রেনের যোদ্ধাদের সেখানে অবরুদ্ধ করে রেখেছে।’

আরও পড়ুন -  Iran Citizens: ইরান, ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে নাগরিকদের

ভোলেইনা তার ভিডিওতে বলেন, ‘আমরা সব বিশ্ব নেতাদের কাছে আমাদের সাহায্য করার জন্য আবেদন জানাচ্ছি।’ তিনি বলেন, ‘আমাদের উদ্ধারের ব্যবস্থা নিতে এবং তৃতীয় কোন রাষ্ট্রের অঞ্চলে নিয়ে যাওয়ার অনুরোধ জানাচ্ছি।’

মারিউপোলে যুদ্ধের পরিস্থিতি জানতে না পারা এবং যোগাযোগের অভাবে উভয়পক্ষের দেয়া তথ্য যাচাই করা সম্ভব নয়।

আরও পড়ুন -  ইউক্রেনের ফার্স্ট লেডিঃ পয়সা গুনছে ব্রিটিশরা, আমরা গুনছি লাশ

রুশ বাহিনী ধীরে ধীরে শহরে প্রবেশ করছে বলে মনে করা হচ্ছে, কিছু ইউক্রেনীয় কর্মকর্তা বলেছেন, মঙ্গলবার আজভস্টাল প্লান্টের কাছে একটি হাসপাতালে হামলা করা হয়েছে।

ভোলেইনা বলেছে, ‘রাশিয়ান বাহিনী এয়ার ও আর্টিলারি এবং ট্যাঙ্কের সাপোর্ট নিয়ে সুসজ্জিত স্থলবাহিনী হিসেবে অবস্থান নিয়েছে।’ তিনি বলেন, ‘আমরা কেবলমাত্র আজভস্টাল প্লান্ট রক্ষা করে অবস্থান নিয়ে আছি, যেখানে সামরিক কর্মী ছাড়াও বেসামরিক ব্যক্তিরা আছেন যারা এই যুদ্ধের শিকার হয়েছেন।’

আরও পড়ুন -  দামি কোম্পানি এখন মাইক্রোসফট, অ্যাপলকে টপকে

রাশিয়া মঙ্গলবার মারিউপোলে ইউক্রেনের বাহিনীকে অবিলম্বে অস্ত্র সমর্পণের নতুন আলটিমেটাম দিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রনালয় বলেছে, ইউক্রেনীয় বাহিনীর এখনো যারা আজভস্টাল প্লান্টের ভেতরে রয়েছে তারা ‘ভয়ানক পরিস্থিতির’ মধ্যে রয়েছেন। সূত্র: আল জাজিরা, বাসস।

Latest News

সামার স্পেশাল ট্রেনের জন্য দুটি নতুন ট্রেন Indian Railway নিয়ে এলো

সামার স্পেশাল ট্রেনের জন্য দুটি নতুন ট্রেন Indian Railway নিয়ে এলো।  আবার শুরু হচ্ছে নতুন ট্রেন পরিষেবা গুয়াহাটি ও নিউ...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img