40 C
Kolkata
Monday, April 29, 2024

United States: সব অস্ত্র যুক্তরাষ্ট্র দেবে, ইউক্রেনকে

Must Read

ইউক্রেনে রুশ সেনাদের মোকাবেলা করতে যত অস্ত্র প্রয়োজন সব যুক্তরাষ্ট্র দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান রবিবার (১০ এপ্রিল) এমন প্রতিশ্রুতির কথা জানিয়েছেন। খবর রয়টার্সের।

সুলিভান বলেন, রুশ বাহিনী আরও শহর দখল করছে, সেখানে তারা অপরাধযজ্ঞ চালাচ্ছে। রাশিয়ানদের হটাতে ইউক্রেনের যত অস্ত্র প্রয়োজন, তা আমরা দিতে যাচ্ছি। তিনি আরও বলেন, রাশিয়া কর্তৃক বিভিন্ন অঞ্চল দখল, বেসামরিকদের ওপর হামলা প্রতিরোধে মার্কিন প্রশাসন ইউক্রেনকে আরও অস্ত্র সহায়তা দেবে।

আরও পড়ুন -  "কিছু তো চাহিনি আমি'

এনবিসি নিউজের মিট দ্য প্রেসেও সুলিভান জানান, যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব অস্ত্র ইউক্রেনে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। পাশাপাশি অন্যান্য দেশের অস্ত্র পৌঁছে দেয়ার ক্ষেত্রে সমন্বয় করছে।

আরও পড়ুন -  "করো যোগ থাকো নিরোগ"

এদিকে গত সপ্তাহে হোয়াইট হাউজ জানিয়েছিলো, ২৪ ফেব্রুয়ারি থেকে রুশ বাহিনীর হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনকে ১ দশমিক ৭ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতীকী ছবি।

আরও পড়ুন -  Srabanti Chatterjee: শ্রাবন্তী, গঙ্গুবাঈয়ের মতো চরিত্র পেলে অভিনয় করবেন

Latest News

সামার স্পেশাল ট্রেনের জন্য দুটি নতুন ট্রেন Indian Railway নিয়ে এলো

সামার স্পেশাল ট্রেনের জন্য দুটি নতুন ট্রেন Indian Railway নিয়ে এলো।  আবার শুরু হচ্ছে নতুন ট্রেন পরিষেবা গুয়াহাটি ও নিউ...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img