27 C
Kolkata
Saturday, May 11, 2024

BMW: ই-কার আসছে বাজারে, বিএমডব্লিউর

Must Read

 বিএমডব্লিউ একটি প্রতিষ্ঠিত নাম। গ্রাহকদের চাহিদা পূরণে একের পর এক গাড়ি বাজারে এনেছে নির্মাতা প্রতিষ্ঠানটি। আসছে তাদের দ্বিতীয় বৈদ্যুতিক গাড়ি মিনি কুপার এসই (MINI Cooper SE)। যদিও এর ঘোষণা এসেছিল গত বছর।

আগামী ২৪ ফেব্রুয়ারি ভারতের বাজারে লঞ্চ হতে যাচ্ছে বিএমডব্লিউর মিনি কুপার এসই। এর আগেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে গাড়িটি। ২০২১ সালের ২৯ অক্টোবর বৈদ্যুতিক গাড়িটির বুকিং নেওয়া শুরু করে সংস্থাটি। বুকিং শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এর ৩০ টি মডেল বিক্রি হয়ে যায়।

আরও পড়ুন -  অভিনব ব্যান্ড পারফরম্যান্স !

এক প্রেস বিবৃতিতে মিনি কুপার এসই ইলেকট্রিক গাড়িটির লঞ্চের বিষয়টি ঘোষণা করেছে বিএমডব্লিউ। তবে দুঃখের বিষয়, হাতে গোনা কয়েকজন গ্রাহকের কারণেই এই লাক্সারি বৈদ্যুতিক গাড়িটি আসছে বলে বলা হচ্ছে।

এর কারণ এই নয় যে, গাড়ির সংখ্যা কম। আসলে এমন মন্তব্যের পেছনে কারণ হচ্ছে এর উচ্চমূল্য। এত দাম দিয়ে গাড়িটি কতজন গ্রাহক কিনতে পারবেন সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এর আগে ২০২০ সালেই ৩ দরজা বিশিষ্ট মিনি কুপার এসই নিয়ে হাজির হয়েছিল বিএমডব্লিউ। এর ইন্টারন্যাশনাল মডেলটিতে রয়েছে ৩২.৬ কিলোওয়াট আওয়ার ব্যাটারি। যা একবার সম্পূর্ণ চার্জে ২৭০ কিলোমিটার পথ চলতে পারবে।

আরও পড়ুন -  খড়গপুর আইআইটি ও ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয় ভারত-ব্রিটেন দ্বৈত ডক্টরাল কর্মসূচির সূচনা করেছে

তবে আকারে ছোট হওয়ার কারণে এর মোটরের ক্ষমতা প্রিমিয়াম সেগমেন্টের অন্যান্য গাড়ির তুলনায় কম। মিনির ইলেকট্রিক মোটর থেকে ১৮৪ এইচপি শক্তি এবং ২৭০ এনএম টর্ক উৎপন্ন হয়। আবার ০-১০০ কিমি/প্রতি ঘন্টার গতিবেগ তুলতে সময় লাগে ৭.৩ সেকেন্ড।

হোয়াইট সিলভার, মিডনাইট ব্ল্যাক, মুনওয়াক গ্ৰে এবং ব্রিটিশ রেসিং গ্রিনসহ মোট চারটি রঙের বিকল্পে উপলব্ধ গাড়িটি। ১৭ ইঞ্চির হুইল সহ গাড়িটির কেবিনের ফিচারের তালিকায় রয়েছে ৮.৮ ইঞ্চির মেইন ডিসপ্লে, ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, নাপ্পা লেদার আপহোলস্টেরি ও আরও অন্যান্য।

আরও পড়ুন -  Forbidden: নিষিদ্ধ হল সমস্ত প্রকারের বাজি পোড়ানো

উল্লেখ্য, ভারতের বাজারে এটি হতে চলেছে অন্যতম লাক্সারি ব্র্যান্ডের ইলেকট্রিক গাড়ি। ১ লাখ টাকার বিনিময়ে মিনি কুপার এসই বুকিং দেওয়ার সুবিধা দিয়েছিল সংস্থাটি। তবে বিদেশ থেকে আমদানিকৃত গাড়িটির দাম ৫০ লাখ টাকার কাছাকাছি হতে পারে।

সূত্র: জিনিউজ/ অটোকার

Latest News

Short Film: অবৈধ সম্পর্ক গড়লেন গৃহবধূ এক ট্যাক্সি ড্রাইভারের সাথে, শর্ট ফিল্মটি দেখতে গেলে ঘর আগে বন্ধ করুন

Short Film: অবৈধ সম্পর্ক গড়লেন গৃহবধূ এক ট্যাক্সি ড্রাইভারের সাথে, শর্ট ফিল্মটি দেখতে গেলে ঘর আগে বন্ধ করুন।  Short Film...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img