32 C
Kolkata
Friday, May 3, 2024

31 ফাস্ট নাইট নিয়ে জলপাইগুড়ি জেলা পুলিশ থেকে এক নির্দেশ জারি করা হলো

Must Read

সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ   31 ফাস্ট নাইট নিয়ে জলপাইগুড়ি জেলা পুলিশের থেকে এক নির্দেশ জারি করা হলো এদিন মদ্যপ অবস্থায় কোন চালক কোন প্রকার যানবাহন চালাতে পারবেন না সেই সঙ্গে অতিরিক্ত গতিতে গাড়ি বা বাইক চালানো যাবেনা হেলমেট ছাড়া কোন প্রকার মোটরবাইক চালানো যাবে না সেই সঙ্গে প্রতিটি মানুষের মাক্স পড়তে হবে।

আরও পড়ুন -  পৌরসভা নির্বাচনের আগে বিজেপিতে ভাঙ্গন

জেলা প্রশাসন থেকে এ ব্যাপারে ময়নাগুড়ি সহ বিভিন্ন জায়গায় মাইকিং করা হচ্ছে। জলপাইগুড়ি পুলিশ সুপার দেবশ্রী দত্ত আরো জানান এদিন রাত থেকে জেলার তিনটি পয়েন্টে বিশেষ অভিযান চালানো হবে, এই তিনটি একটি পয়েন্ট হল এন্টিরি পয়েন্ট হলো তেলিপাড়া, এলেনবাড়ি রাজগঞ্জ, এই তিনটি পয়েন্টে বিশেষ নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে সেই সঙ্গে যেসব জায়গাগুলিতে খুব ভীড় হয় যেমন জলপাইগুড়ি সদর মেটেলি , চালসা, মালবাজার এইসব জায়গাগুলোতে এক্সট্রা মোবাইল চেকিং এর ব্যবস্থা থাকছে বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হবে। যদি কোন ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি ড্রাইভ করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। অন্যদিকে বিভিন্ন পিকনিক স্পট গুলিতে পিকনিক আশা সকলকেই মাক্স ব্যবহার করতে হবে। এই নির্দেশ ফাস্ট জানুয়ারি অব্দি বলবৎ থাকবে।

আরও পড়ুন -  Artificial Reservoirs: কৃত্রিম জলাশয় তৈরী করে ছট পূজো পালন

Latest News

Web Series: শরীরের খেলা শুরু বাসর রাতেই, নেটজগতে কাঁপছে এই ওয়েব সিরিজ

Web Series: শরীরের খেলা শুরু বাসর রাতেই, নেটজগতে কাঁপছে এই ওয়েব সিরিজ।  Web Series টি ১৮+ উদ্ধের জন্য। ওয়েব সিরিজ!...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img