33 C
Kolkata
Friday, May 3, 2024

‘আগামীদিনের ৭৫টি সৃজনশীল মন’- বাছাইয়ের জন্য গ্র্যান্ড জুরি ও সিলেকশন জুরি ঘোষিত

Must Read

আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে দেশে নতুন নতুন প্রতিভা বিকশিত করার জন্য তরুণ সৃজনশীল ব্যক্তিদের উৎসাহিত ও স্বীকৃতি দেবার উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এই মর্মে চলচ্চিত্র জগতের তরুণ সৃজনশীল ব্যক্তিদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে। আবেদনপত্রগুলি যাচাই করে ‘আগামীদিনের ৭৫টি সৃজনশীল মন’কে বাছাই করা হবে, যারা গোয়ায় ৫২ তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেবার সুযোগ পাবেন। এই ৭৫ জন, চলচ্চিত্র উৎসবের বিভিন্ন আয়োজনে যোগ দেবেন, তাঁরা চলচ্চিত্র শিল্পের বিশিষ্টজনেদের সঙ্গে মতবিনিময় করবেন। চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ৭৫ জন নির্বাচিত তরুণের যাওয়া-আসা ও থাকা খাওয়ার খরচ চলচ্চিত্র উৎসব বহন করবে। তথ্য ও সংস্কৃতি মন্ত্রক এই ৭৫ জনকে যারা যারা বাছাই করবেন, সেই গ্র্যান্ড জুরি ও সিলেকশন জুরির নাম ঘোষণা করেছে।

আরও পড়ুন -  সঙ্গীতজগতের এক বিতর্কিত নাম হল নোবেল, ফের চর্চায় গায়ক !

গ্র্যান্ড জুরি

১। প্রসূন যোশী ( বিশিষ্ট গীতিকার, সিবিএফসির চেয়ারম্যান )
২। কেতন মেহতা (বিশিষ্ট পরিচালক)
৩। শঙ্কর মহাদেবন ( বিশিষ্ট সুরকার/গায়ক)
৪। মনোজ বাজপেয়ী (বিশিষ্ট অভিনেতা)
৫। রাসুল পুকুট্টি ( অস্কারজয়ী সাউন্ড রেকর্ডিস্ট)
৬। বিপুল অম্রুতলাল শাহ ( বিশিষ্ট প্রযোজক/ পরিচালক)

আরও পড়ুন -  Rakhi Sawant: ‘আমার জীবনটা ছারখার করে দিয়েছে আমার স্বামী’, রাখি সাওয়ান্ত

সিলেকশন জুরি

১। বাণী ত্রিপাঠী টিকু ( প্রযোজক ও অভিনেতা, সিবিএফসির সদস্য)
২। অনন্ত বিজয় ( লেখক ও চলচ্চিত্রর কাহিনী লেখার জন্য জাতীয় পুরষ্কারপ্রাপ্ত)
৩। যতীন্দ্র মিশ্র ( বিশিষ্ট লেখক ও চলচ্চিত্রর কাহিনী লেখার জন্য জাতীয় পুরষ্কারপ্রাপ্ত)
৪। সঞ্জয় পূরণ সিং ( চলচ্চিত্র নির্মাতা ,শ্রেষ্ঠ চলচ্চিত্রর জন্য জাতীয় পুরষ্কারপ্রাপ্ত )
৫। শচীন খেড়েকর (অভিনেতা , পরিচালক)

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রক শ্রী অনুরাগ সিং ঠাকুর ২২শে অক্টোবর এই উদ্যোগের কথা ঘোষণা করেন। তিনি জানান, ৫২ তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তরুণ উদীয়মান প্রতিভাদের মূল ধারার চলচ্চিত্র শিল্পের ব্যক্তিত্বদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার মঞ্চ হিসেবে কাজ করবে । দেশ জুড়ে একটি প্রতিযোগিতার মধ্য দিয়ে এই ৭৫ জনকে বাছাই করা হবে। আন্তর্জাতিকস্তরে স্বীকৃত ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৭৫ জন তরুণ চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা-অভিনেত্রী, গায়ক-গায়িকা, লেখক-লেখিকার প্রতিভাকে তুলে ধরাই প্রতিযোগিতার উদ্দেশ্য। প্রতিযোগিতার জন্য অনলাইনে আবেদন জমা দেবার শেষ তারিখ আগামী পয়লা নভেম্বর। সূত্রঃ পিআইবি

আরও পড়ুন -  Keoratala Mahasmashan: কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সুব্রত মুখার্জির, গান স্যালুটে সন্মান

Latest News

Web Series: শরীরের খেলা শুরু বাসর রাতেই, নেটজগতে কাঁপছে এই ওয়েব সিরিজ

Web Series: শরীরের খেলা শুরু বাসর রাতেই, নেটজগতে কাঁপছে এই ওয়েব সিরিজ।  Web Series টি ১৮+ উদ্ধের জন্য। ওয়েব সিরিজ!...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img