34 C
Kolkata
Friday, May 3, 2024

Shreema Bhattacherjee: ব্রহ্মাণি রূপে শ্রীমা, দেবী আদ্যাশক্তি মহামায়া রূপে

Must Read

শ্রীমা ভট্টাচার্য,  একের পর এক ফটোশ্যুট দিয়ে নিজের সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর অনুগামী সংখ্যা নেহাত কম নয়। তাঁর অনুরাগীরা অপেক্ষা করে থাকেন অভিনেত্রীর নতুন পোস্ট দেখার জন্য। দুর্গা পুজোর আর বেশি দেরী নেই! বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব।

মহালয়ার প্রাক্কালে প্রতিটি অভিনেতা অভিনেত্রী নিজেদের পুজো স্পেশ্যাল ফোটোশ্যুটের ছবি শেয়ার করছেন। অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য ব্যতিক্রম নন। তিনিও নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে উঠে এলেন ‘ব্রহ্মাণি’র আদলে! এই স্নিগ্ধময়ী রুপ দেখে অনুগামীরাও বেশ খুশি। দেখা যাচ্ছে গোলাপী রঙের শাড়ি পরিহিত, গায়ে সোনার গহনা,, মাথার সিঁথিতে সিদুঁর, কোকড়া চুল, চোখে-মুখে এক আলাদাই স্নিগ্ধতা! অভিনেত্রীর এই ছবি দেখে অবাক হলেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে শ্রীমা ক্যপাশানে লিখেছেন, “ব্রহ্মানি”। ‘এই সমগ্র বিশ্বকে যিনি ধারণ করেছেন ,পালন করে চলেছেন তিনি দেবী আদ্যাশক্তি মহামায়া। পুজোর সূচনা হয় নবপত্রিকা স্থাপনের মাধ্যমে , যা কিন্তু আসলে প্রকৃতি পূজা। তাই আমরা সকলে মহামায়ার সেই শান্ত স্নিগ্ধ পরমা প্রকৃতি রূপ তুলে ধরার চেষ্টা করেছি। তাঁর সুপ্রতিষ্ঠিত নয়নযুগল মাতৃস্নেহে আচ্ছন্ন’।

আরও পড়ুন -  Durga Pujo: প্রস্তুতি জোরকদমে চলছে

অনুগামীরা অনেকেই কমেন্টে লিখেছেন শ্রীমার এই ছবি দেখে মনে আছে স্বয়ং মা দুর্গা বসে আছেন। নিমেষে ভাইরাক হয় এই ফটোসেশান। এই বছর কালার্স বাংলায় মহালয়ার দিন ভোর ৫টায় ‘নবরূপে মহাদুর্গা’তেও দেখা যাবে শ্রীমা- ও  কোয়েল মল্লিক কে। সেখানে মা দুর্গা আর এক রুপ ‘মহাগৌরী’ রূপে ধরা দেবেন। আর কোয়েল হবেন ‘মহা দুর্গা’। অন্য দিকে, জি বাংলার ‘আগমনীর আরাধনা’তে সঞ্চালিকা হিসেবে মহালয়ার আগের দিন সারা রাত ধরে সেই অনুষ্ঠান দেখানো হবে শ্রীমাকে।

Latest News

Web Series: শরীরের খেলা শুরু বাসর রাতেই, নেটজগতে কাঁপছে এই ওয়েব সিরিজ

Web Series: শরীরের খেলা শুরু বাসর রাতেই, নেটজগতে কাঁপছে এই ওয়েব সিরিজ।  Web Series টি ১৮+ উদ্ধের জন্য। ওয়েব সিরিজ!...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img