23 C
Kolkata
Wednesday, May 8, 2024

Hiran Chatterjee: ’এভাবে কি উন্নয়ন করা যায় ?’ বিধায়ক হিরণ

Must Read

 অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। রেলের ইঞ্জিনিয়ার, ঠিকাদারদের প্রকাশ্যে সমালোচনা করলেন। সাধারণ মানুষের পাশে থাকার ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন অভিনেতা তথা বিধায়ক হিরণ। আসল ঘটনার সূত্রপাত রেলের ওভারব্রিজ তৈরি করা নিয়ে। খড়্গপুর স্টেশনে মোট তিনটি ওভারব্রিজ তৈরি করছে রেল। আসন্ন দুর্গাপুজোর আগেই এই তিনটি ওভারব্রিজগুলোর উদ্বোধন হওয়ার কথা বলেছিলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। দিলীপের কথায় খড়্গপুর শাখার ডিআরএমের কাজের প্রশংসা শোনা গিয়েছিল। কিন্তু এ প্রসঙ্গে রেলের ইঞ্জিনিয়ার ও ঠিকাদার সংস্থার কাজে কোনোভাবে সন্তুষ্ট নন তাই বুঝিয়ে দিয়েছেন এবার হিরণ। হিরণ বলেন, তিনি ভারতীয় রেলের সমালোচনা করবেন না। দেশের সসর্ববৃহৎ প্রতিষ্ঠান। রেলমন্ত্রীও ভাল মানুষ। রেলমন্ত্রী দেশ তথা রাজ্যের জন্য ভাল কাজ করতে চান। কিন্তু রেলের যে আধিকারিকরা এখানে ফুট ব্রিজের কাজ করাচ্ছেন, তাঁরা শ্রমিকদের ন্যুনতম সুরক্ষার বন্দোবস্ত করেননি। এর বিরোধিতা না করে থাকতে পারছেননা। শ্রমিকদের মাথায় হেলমেট নেই। অথচ প্রতিদিন নানান দুর্ঘটনা লেগেই রয়েছে।

আরও পড়ুন -  শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি, বাসিন্দাদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দিলেন

 হিরণ বৈষম্যের অভিযোগও তুলেছেন। তিনি বলেছেন,  কিছু দোকানদারদের উচ্ছেদ করা হলেও কয়েকজনকে রেখে দেওয়া হয়েছে। এর পরেই তিনি প্রশ্ন তুলেছেন যে, এই ভাবেই কি কোনোভাবে উন্নয়নের কাজ হয় ? এরপরেই তিনি বলেন, তিনি খড়গপুরের সবার বিধায়ক৷ মানুষের পাশে থাকা তাঁর কর্তব্যের মধ্যে পড়ে।’ হিরণের এই মন্তব্যের সাথে সহমত পোষণ করেছেন পশ্চিম মেদিনীপুর জেলা সহ-সভাপতি তথা তৃণমূলের বিধায়ক অজিত মাইতিও।

আরও পড়ুন -  Song: বাবুলের সভার মাঝেই বেজে উঠল সেই গান, ‘এই তৃণমূল আর না’

উল্লেখ্য,‘রিজার্ভ বেঞ্চে’ বসে থাকতে চাননি বিজেপির বিক্ষুব্ধ সাংসদ বাবুল সুপ্রিয়। বাবুল জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রথম একাদশে খেলার সুযোগ করে দেবেন বলেছেন। এবার সেই দিলীপ ঘোষের বিরুদ্ধে খগড়পুরে দাঁড়িয়েই অন্যরকম হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে অভিনেতা হিরণ। এবার কি বাবুলের পথে হাঁটতে চাইছেন বিজেপি বিধায়ক?

আরও পড়ুন -  অপরের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া করা এই মুহূর্তে মানুষের স্বভাবে পরিণত হয়ে গেছেঃ অর্জুন কাপুর

Latest News

Web Series: ঝড় উড়িয়েছে নেটজগতে রোমান্সে ভরপুর ওয়েব সিরিজটি, একদম বাচ্চাদের সামনে দেখবেন না

Web Series: ঝড় উড়িয়েছে নেটজগতে রোমান্সে ভরপুর ওয়েব সিরিজটি, একদম বাচ্চাদের সামনে দেখবেন না।  Web Series টি ১৮+উদ্ধের জন্য। ওয়েব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img