31 C
Kolkata
Monday, May 6, 2024

বাস মালিকদের একটা অংশ বাস চালাতে পারছে না, সরকার র্ভূতুকি দিয়ে বাস চালাক

Must Read

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ   জ্বালানির মূল্যবৃদ্ধি, মালিকদের একটা অংশ বাস চালাতে পারছেন না, সরকার র্ভূতুকি দিয়ে বাস চালাক,এই দাবি নিয়ে সিটুর বিক্ষোভ আসানসোল বিএন আর মোড়ে।  শুক্রবার বিএনআর মোড়ে রবীন্দ্র ভবনের উল্টো দিকে আসানসোলের প্রাক্তন সাংসদ তথা সিটুর নেতা বংশ গোপাল চৌধরির উপস্থিত তে এই বিক্ষোভ সমাবেশ করা হয়। এদিন বংশ গোপাল চৌধরি বলেন, আমরা ডিএম এর মাধ্যমে সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি, মালিকদের একটা অংশ বলছে তারা বাস চালাতে পারবে না। আমরা বলছি , ইউনিয়ন এর মাধ্যমে একটি বৈঠক করা হোক।সরকার ভর্তুকি দিয়ে বাস চালানোর ব্যবস্থা করুক। পরিবহনের সাথে যুক্ত কর্মীরা দীর্ঘদিন কোন টাকা পাচ্ছে না।তাদের হাতে কোন টাকা নেই। অপরদিকে এই বিক্ষোভ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা রাজু আলু আলিয়া বলেন, কর্মী দের ভুল বুঝিয়ে এখানে নিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন -  দূর্গা পুজোর আর মাত্র কয়েকদিন বাকি, বোনাস না মেলায় চিন্তায় চা বাগানের শ্রমিকরা

Latest News

AC নিয়ে ঘুরতে পারবেন যে কোন স্থানে, দুর্দান্ত ডিভাইস লঞ্চ করেছে Sony

AC নিয়ে ঘুরতে পারবেন যে কোন স্থানে, দুর্দান্ত ডিভাইস লঞ্চ করেছে Sony.   গ্রীষ্মকাল, বছরের সেই সময় যখন প্রকৃতি তার পূর্ণ...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img