32 C
Kolkata
Monday, May 6, 2024

৩০শে মে পর্যন্ত জারি সতর্কতা, করোনার জন্য, রাজ্য সরকারের ঘোষণা

Must Read

সত্যজিৎ চক্রবর্তী, খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ    বন্ধ থাকবে সকল স্কুল কলেজ, সরকারি ও বেসরকারি অফিস জরুরী পরিষেবা বাদে। শপিং কমপ্লেক্স, বার, জিম, মার্কেট কমপ্লেক্স থাকবে।

খোলা থাকছে সবজি সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত, মুদিখানা, দুধ, পারুটি, মাংস দোকান।

মিষ্টির দোকান বেলা ১০টা থেকে বৈকাল ৫টা পর্যন্ত, ওষুধ, চশমা দোকান খোলা থাকবে।

আরও পড়ুন -  বাবার কোলে কি সুন্দর ভাবে চেয়ে আছে ছোট্ট ইউভান, মাকে ছাড়া

পার্ক,চিড়িয়াখানা, রাজ্যের মধ্যে বাস সার্ভিস, ফেরি সার্ভিস বন্ধ থাকবে।

টাক্সি, অটো বন্ধ, এমারজেন্সির কাজ বাদে ব্যাক্তিগত গাড়ি বন্ধ থাকবে।ঔষধ সরবরাহ, অক্সিজেন, ডিম, দুধ, পেট্রোল, ডিজেল ছাড়া সমস্ত ট্রাক বন্ধ থাকবে।সমস্ত ধর্মীয় সমাবেশ, গ্রুপ জমায়েত, রাজনৈতিক, সামাজিক, বন্ধ ।সকল শিল্প কল-কারখানা বন্ধ থাকবে, কেবল স্বাস্থ্য সংক্রান্ত, কোভিডের সঙ্গে যুক্ত খোলা থাকবে।চা বাগানে অদ্ধেক শ্রমিক নিয়ে চলতে পারে।জুট মিলে ৩০% শ্রমিক নিয়ে চালাতে পারে।
ই-কমার্স, হোম ডেলিভারি চালু থাকবে। ব্যাঙ্ক ১০টা থেকে ২টা পর্যন্ত খোলা থাকবে।

আরও পড়ুন -  ৩০ জুলাই পর্যন্ত বাড়ল বিধি - নিষেধ, লোকাল ট্রেন চালু করা হচ্ছে না

এল.পি.জি গ্যাস বহনকারী গাড়ি ও দোকান, মিডিয়া খোলা থাকবে।

বিবাহ বাসর হলে ৫০ জনের বেশী থাকেবে না।

মরদেহ দাহর জন্য ২০ জন থাকতে পারবে এর বেশি নয়।

আরও পড়ুন -  সস্তায় পেট্রোল কিনতে হলে আফগানিস্থানে যান, এখানে নিরাপত্তার দিচ্ছি তাই দাম বেশি, বিস্ফোরক বিজেপি নেতা

রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত প্রয়োজন ছাড়া বেড়ানো যাবে না।

মাস্ক, সব কিছু বিধি মেনে চলতে হবে। এর জন্য স্বানীয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। না হলে অতিমারি আইনে ব্যবস্থা নেওয়া হবে।

Latest News

ভালোবাসার আয়না

ভালোবাসার আয়না।  আয়না, তুমি কি দেখো আমার ভেতর, এই যে মুখ, এই যে চোখ, এই যে হাসি, এই যে অন্তরে লুকিয়ে থাকে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img