31 C
Kolkata
Tuesday, May 7, 2024

পঞ্চম দফায় ভোটে বাড়তি সর্তকতা জারি করেছিলেন কমিশন, ভোট প্রায় শান্তি পূর্ণ ভাবে শেষ হল

Must Read

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   পঞ্চম দফায় ভোটে বাড়তি সর্তকতা জারি করেছিলেন কমিশন, ভোট প্রায় শান্তি পূর্ণ ভাবে শেষ হল।

আজ পঞ্চম দফার ভোটগ্রহণ হল। শীতলকুচির ঘটনার পর কিছু জায়গায় বাড়তি সর্তকতা জারি করেছিলেন কমিশন।

আজ পঞ্চম দফার ভোট, ছয়টি জেলায় ৪৫ টি আসনে ভোটগ্রহণের কাজ শেষ হল। খন্ডঘোষে বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দলীয় পতাকা খুলে ফেলেছ পুলিশ কারণ ১০০ মিটারের মধ্যে পতাকা লাগানোর কোনো আইন নেই, তবে রাজনৈতিক দলের বক্তব্য যারা আগে পতাকা লাগিয়েছে তারাই নাকি সমস্ত পতকা বিশেষ করে অন্যদলের পতাকা গুলি খুলে ফেলছে। শান্তিপুরে বুথে বিজেপি এজেন্টকে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ। অন্যদিকে কল্যানীতে তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ উঠেছে।
ময়নাগুড়ির ২২৭ নং বুথে তৃণমূলের এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি, অভিযোগ বিজেপীর বিরুদ্ধে কিন্তু বিজেপির বক্তব্য তৃণমূল এখানে এজেন্ট দিতে পারেনি।

আরও পড়ুন -  তৃণমূলের ফেস্টুন চুরি করার অভিযোগ উঠল বিজেপির দুষ্কৃতীদের বিরুদ্ধে

বর্ধমান উত্তরে তৃণমূল ও বিজেপির এজেন্টের মধ্যে মারপিট এর অভিযোগ উঠেছে। দুই দলের এজেন্টই বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি। একই ভাবে গয়েশপুরে ভোটারদের ভোট দানে বাধা দিচ্ছে তৃণমূলীরা, এমনই অভিযোগ করেছেন ওখানকার বাসিন্দারা, ওখানে বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হয়নি, প্রার্থী নিজে এসে এজেন্ট বসিয়েছে বুথে স্থানীয় খবর সূত্রে এমনটাই জানা গেছে। সল্টলেকের সুকান্তনগরে মহিলা ভোটারদের গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন -  দ্বিতীয়বার নোটিস পাঠানো হল তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে, নির্বাচন কমিশন

Latest News

Web Series: সব সীমা পার করেছে ঘনিষ্ঠ দৃশ্যের এই ৩ ওয়েব সিরিজ, আগে বন্ধ করুন দরজা জানালা তারপর দেখুন

Web Series: সব সীমা পার করেছে ঘনিষ্ঠ দৃশ্যের এই ৩ ওয়েব সিরিজ, আগে বন্ধ করুন দরজা জানালা তারপর দেখুন।  Web...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img