23 C
Kolkata
Thursday, May 9, 2024

উত্তর-পূর্ব ভারতে ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বর্ষণ সহ বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় ভারী বর্ষণের পূর্বাভাস

Must Read

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ   সৌরাষ্ট্র, কচ্ছ, কোঙ্কণ ও গোয়ায় ২৫-২৭ তারিখ পর্যন্ত এবং গুজরাট অঞ্চলে ২৭ ও ২৮ মার্চ পর্যন্ত বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় তাপপ্রবাহের পূর্বাভাস ভারতীয় আবাহাওয়া দপ্তরের জাতীয় আবহাওয়ার পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চল ও পাঞ্জাবে গত ২২-২৪ মার্চ বিস্তীর্ণ এলাকা জুড়ে বর্ষণ/তুষারপাত/বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। একটি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা এবং তার প্রভাবে ঘূর্ণায়মান পরিস্থিতির অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় পশ্চিম হিমালয় অঞ্চল ও পাঞ্জাবে বৃষ্টি হয়েছে। উত্তর-পশ্চিম ও সংলগ্ন মধ্য ভারতেও ২২-২৪ তারিখ পর্যন্ত কোথাও কোথাও বৃষ্টি, বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং রাজস্থানে ধূলাঝড় বয়েছে।

আরও পড়ুন -  Weather Update: জাঁকিয়ে শীত, জানিয়ে দিল আবহাওয়া দফতর

মধ্য ভারতে এই ঘূর্ণায়মান পরিস্থিতির ফলে গত ১৮-২৪ মার্চ পর্যন্ত মধ্য ভারতের বিভিন্ন জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। এদিকে বঙ্গোপসাগর থেকে দক্ষিণ-পশ্চিম অভিমুখী বায়ু প্রবাহের দরুণ উত্তর-পূর্ব ভারতে আগামী ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে বর্ষণ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এরফলে, এই অঞ্চলে বন্যার মতো পরিস্থিতি দেখা দিতে পারে।

আরও পড়ুন -  Sebastian Kurz: দুর্নীতির অভিযোগ এবং তদন্ত চলাকালীন পদত্যাগ করলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ

পূর্বাভাসে বলা হয়েছে, সৌরাষ্ট্র, কচ্ছ, কোঙ্কণ ও গোয়ার কিছু কিছু এলাকায় ২৫-২৭ মার্চ পর্যন্ত এবং উত্তর গুজরাটের কিছু কিছু এলাকায় ২৭ ও ২৮ মার্চ তাপপ্রবাহজনিত পরিস্থিতি দেখা দিতে পারে। তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, ২৫-২৭ মার্চ পর্যন্ত দুটি সপ্তাহে উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা ৪-৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। অন্যদিকে, মধ্য ভারতের অধিকাংশ জায়গায় তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে। পূর্ব, পশ্চিম ভারত এবং ভারতীয় পেনিনসুলার এলাকায় আলোচ্য সপ্তাহের গোড়ার দিকে তাপমাত্রা ২-৪ ডিগ্রি বাড়তে পারে। উত্তর-পূর্ব ভারত বাদে দেশের অধিকাংশ এলাকাতেই আলোচ্য দু’সপ্তাহের অধিকাংশ সময় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সূত্র – পিআইবি। প্রতীকী ছবি।

আরও পড়ুন -  Weather Update: ভারী বৃষ্টি দক্ষিণের কয়েকটি জেলাতে, সপ্তাহের শুরুতেই

Latest News

Weather Forecast: কয়েকটি জেলায় বিরাট দুর্যোগ দক্ষিণের, স্বস্তির ঝড়বৃষ্টি কতদিন পাবো

Weather Forecast: কয়েকটি জেলায় বিরাট দুর্যোগ দক্ষিণের, স্বস্তির ঝড়বৃষ্টি কতদিন পাবো।  গরমকালের আবহাওয়া: প্রখর রোদ, প্রকৃতির রঙিন রূপ। গ্রীষ্মকাল, বছরের সেই...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img