30 C
Kolkata
Friday, May 10, 2024

মৃত তিন সিভিক ভলান্টিয়ার। আসামি ধরে ফেরার পথে

Must Read

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ    আসামি ধরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি। মৃত তিন সিভিক ভলান্টিয়ার। আহত গাড়ি চালক সমেত সাত জন। এদের মধ্যে দু’জন মহিলা সিভিক ভলান্টিয়ার রয়েছেন। কালিয়াচকের জালালপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে রাত একটা নাগাদ দুর্ঘটনা ঘটে। মৃত তিন সিভিক ভলান্টিয়ার হলেন ইব্রাহিম শেখ, পঙ্কজ মণ্ডল ও ওবাইদুর শেখ। এদের বাড়ি যথাক্রমে কালিয়াচকের সুলতানগঞ্জ, আলিপুর ও গুদুয়া গ্রামে।

আরও পড়ুন -  Italy: ইতালি, প্রথম নারী প্রধানমন্ত্রী পেলো, শনিবার শপথ নিয়েছেন

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে তল্লাশি অভিযান চালিয়ে আসামি ধরে ফিরছিল পুলিশের চারটি গাড়ি। তার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি গাড়ি।

জাতীয় সড়কের ধারে গার্ড ওয়ালে ধাক্কা মারার পর গাড়িটি উল্টে যায় বলে প্রাথমিক ভাবে জানা গেছে । গাড়িতে সকলেই সিভিক ভলান্টিয়ার ছিলেন। আহত সিভিক ভলান্টিয়ারদের মধ্যে দু’জন মহিলা রয়েছেন। আহতদের মধ্যে এক সিভিক ভলান্টিয়ারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। বাকি আহতদের চিকিৎসা মালদার একটি বেসরকারি নার্সিংহোম চলছে।

আরও পড়ুন -  Mexico: ১৮ জনের মৃত্যু, মেক্সিকোতে অভিবাসীবাহী বাস খাদে পড়ে

Latest News

Weather Forecast: বৃষ্টির সাথে বইবে ঝোড়ো বাতাস বিকেলে, আজকে কেমন থাকবে আবহাওয়া?

Weather Forecast: বৃষ্টির সাথে বইবে ঝোড়ো বাতাস বিকেলে, আজকে কেমন থাকবে আবহাওয়া? কার্যত প্রবল গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। স্বস্তির খবর একটাই...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img