32 C
Kolkata
Monday, April 29, 2024

‘ প্রার্থনা ‘

Must Read

‘  প্রার্থনা ‘ 

সীমা সিকদার।

হৃদমাঝারে জ্বলছে আগুন নিভাই তাকে কিসে?
দেশজুড়ে যে ভাঙার খেলা মরছি তারই বিষে।
মানুষ বুঝি নেই একজন যাদের হাতে চাবি,
দেশটাকে যে করে ছারখার খাচ্ছে জলে খাবি।
বুদ্ধিবেচির বুদ্ধি যত বেচেকিনে সব শেষ,
মোমবাতির ঐ কিরণটুকুর নেইকো বাকি লেশ।
হারিয়ে গেছে শিষ্টাচার আর ছড়িয়ে ভ্রষ্টাচার,
দেশ শুধু নয় খেলাঘরের তোদের পুতুল খেলার।
যাদের দেহে কালিমা লেপিস তারাই সুসন্তান,
লজ্জা কোথায় ঢাকবি তোরা কোথায় তোদের বাথান?
দৃষ্টি চক্ষু দেখ খুলে সব কি দিয়েছিস তোরা —
তারাই আজি পর হয়েছে জীবন দিল যারা।
সময় আছে খুলে দে তোর জ্ঞানের ত্রিনয়ন,
এক মায়েরই ফুলে ফলে হয়েছি লালন পালন।
ঘুচিয়ে দেনা হিংসা ও দ্বেষ ঘৃণা ও দলাদলি
মোদের ভারত শ্রেষ্ঠ সে হোক দিয়ে জলাঞ্জলি।

আরও পড়ুন -  স্নান

Latest News

Short Film: বহু পুরুষের সঙ্গে অন্তরঙ্গ হলেন যুবতী, একা একা দেখবেন

Short Film: বহু পুরুষের সঙ্গে অন্তরঙ্গ হলেন যুবতী, একা একা দেখবেন।  Short Film টি ১৮+উদ্ধের জন্য। শর্ট ফিল্ম, যা বাংলায়...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img