35 C
Kolkata
Monday, May 6, 2024

ভুয়ো নিয়োগ প্রতারণা চক্রের বিরুদ্ধে নামল মালদা সাইবার ক্রাইম পুলিশ

Must Read

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ ভুয়ো নিয়োগ প্রতারণা চক্রের বিরুদ্ধে নামল মালদা সাইবার ক্রাইম পুলিশ। ইতিমধ্যেই বিজ্ঞাপন দেওয়া হয়েছে বিভিন্ন সোস্যাল নেটওয়ার্কিং সাইটে। বিজ্ঞাপনে প্রচার করা হচ্ছে দালাল চক্রের মাধ্যমে চাকরি পাওয়া সম্ভব নয়। সেই বিষয়ে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি এই ধরণের নিয়োগ প্রতারণার সাথে যুক্ত ব্যক্তিদের খুঁজে বের করতে বিশেষ অভিযানও শুরু করেছে বলে পুলিস সূত্রে জানা গেছে।

আরও পড়ুন -  বাবা বলে ডাকতেই, ইউভানকে কাঁধে নিয়ে আনন্দে আত্মহারা রাজ !

।উল্লেখ্য, মালদাতে সম্প্রতি বেশ কিছু ভুয়ো নিয়োগ চক্র সক্রিয় হয়ে উঠেছে। কিছু অসাধু ব্যক্তি কালিয়াচক,বৈষ্ণবনগর, কখনও মোথাবাড়ি, কখনও ইংলিশবাজার আবার কখনও চাচোল,হরিশ্চন্দ্রপুর সহ অন্যান্য এলাকার যুবক যুবতীদের বিশেষতঃ সরকারি চাকরির লোভ দেখিয়ে মোটা টাকা হাতিয়ে নেওয়ার ফাঁদ পেতছে। এমন তথ্য পুলিশের গোপণ তদন্তে উঠে এসেছে। চাকরি পাওয়ার আশায় সেই ফাঁদে কেউ কেউ পা দিয়ে মোটা টাকা খুইয়েও বসেছে।
পুলিশের কাছে অভিযোগ এমন বেশ কিছু অভিযোগ জমা পড়ায় নড়েচড়ে বসে সাইবার ক্রাইম দপ্তর। গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজনকেও। তবে তাদের একের সাথে অপরের যোগাযোগ না থাকলেও তারা সকলেই একই চক্রের বিভিন্ন শাখার এজেন্ট বলে সন্দেহ পুলিশের। সেই চক্রের পাণ্ডাদের সন্ধানে ইতিমধ্যে তল্লাশিও শুরু হয়েছে।

আরও পড়ুন -  অনন্যা পান্ডে বলেছেন, ঈশানকে এই অবস্থায় দেখতে ভালো লাগে

Latest News

Dance Video: শুধু এক টুকরো টাওয়েল পরে হিন্দি সুপারহিট গানে নেচে ঝড় তুলে ভাইরাল হলেন যুবতী

Dance Video: শুধু এক টুকরো টাওয়েল পরে হিন্দি সুপারহিট গানে নেচে ঝড় তুলে ভাইরাল হলেন যুবতী।  এখন নতুন প্রজন্মের সামনে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img