31 C
Kolkata
Monday, April 29, 2024

রাষ্ট্রপতি ২৮ জন অতিরিক্ত বিচারপতিকে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন

Must Read

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ রাষ্ট্রপতি সংবিধানের ২১৭ ধারার ১ উপধারার ক্ষমতা অনুসারে ২৮ জন অতিরিক্ত বিচারপতিকে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন। এঁরা হলেন, শ্রী প্রকাশ পাড়িয়া, শ্রী অলক মাথুর, শ্রী পঙ্কজ ভাটিয়া, শ্রী সৌরভ লাভানিয়া, শ্রী বিবেক ভার্মা, শ্রী সঞ্জয় কুমার সিং, শ্রী পীযুষ আগরওয়াল, শ্রী সৌরভ শ্যাম শামশেরয়, শ্রী যশপ্রীত সিং, শ্রী রাজীব সিং, শ্রীমতি মঞ্জুরানি চৌহান, শ্রী করুনেশ সিং পাওয়ার, ডঃ যোগেন্দ্র কুমার শ্রীবাস্তব, শ্রী মনীশ মাথুর, শ্রী রহিত রঞ্জন আগরওয়াল, শ্রী রামকৃষ্ণ গৌতম, শ্রী উমেশ কুমার, শ্রী প্রদীপ কুমার শ্রীবাস্তব, শ্রী অনিল কুমার-৯, শ্রী রাজেন্দ্র কুমার-৪, মহম্মদ ফৈয়জ আলম খান, শ্রী বিকাশ কুনোয়ার শ্রীবাস্তব, শ্রী বীরেন্দ্র কুমার শ্রীবাস্তব, শ্রী সুরেশ কুমার গুপ্ত, সুশ্রী ঘান্ডিকোটা শ্রীদেবী, শ্রী নরেন্দ্র কুমার জোহারি, শ্রী রাজবীর সিং এবং শ্রী অজিত সিং। এঁদের সকলের অতিরিক্ত বিচারপতির মেয়াদ শেষ হচ্ছে ২১শে নভেম্বর। আজকের তারিখে এঁদের এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি হওয়ার বিজ্ঞপ্তি জারি করা হল। সুশ্রী ঘান্ডিকোটা শ্রীদেবী তেলেঙ্গানা হাইকোর্টে কর্মরত। বাকিরা এলাহাবাদ হাইকোর্টে কর্মরত। সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  চালু হচ্ছে নতুন ৩ জোড়া ট্রেন, দিঘা যাওয়া আরও সহজ, জানুন সব কিছু তথ্য

Latest News

Short Film: বহু পুরুষের সঙ্গে অন্তরঙ্গ হলেন যুবতী, একা একা দেখবেন

Short Film: বহু পুরুষের সঙ্গে অন্তরঙ্গ হলেন যুবতী, একা একা দেখবেন।  Short Film টি ১৮+উদ্ধের জন্য। শর্ট ফিল্ম, যা বাংলায়...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img