32 C
Kolkata
Tuesday, April 30, 2024

৬৮ হাজার ৫০০ টাকা জালিয়াতি করতে গিয়ে ধৃত কলকাতা ভবানীপুরের এক যুবতী

Must Read

ওয়াসিম বারি, খবরইন্ডিয়াঅনলাইন, উঃ ২৪ পরগণাঃ উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া থানার অন্তর্গত এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক মারফত ৬৮ হাজার ৫০০ টাকা জালিয়াতি করতে গিয়ে ধৃত কলকাতা ভবানীপুরের এক যুবতী। সূত্র মারফত খবর এই যুবতী ইতিপূর্বে কীর্তিপুর এর বাসিন্দা হাবিব মণ্ডল নামে এক ব্যক্তির গৃহঋণ পাইয়ে দেয়ার নাম করে তার কাছ থেকে তার বাড়ির সমস্ত দলিলের জেরক্স আধার কার্ড জমা দিতে বলে তাদের কাছে ৷ হাবিব মণ্ডল কোনো কিছু না ভেবেই সমস্ত কাগজপত্র জমা দেন ওই মহিলার কাছে, ওই মহিলা হাবিব মণ্ডল কে বলেন দুটি চেক ইস্যু করতে হবে আপনাকে যার মধ্যে একটি ক্যানসেল চেক দিতে হবে কারণ আপনার একাউন্টে টাকা পাঠানোর জন্য লাগবে ৷ আরেকটি চেক দিতে হবে সমস্ত প্রসেসিং ফি বাবদ ৷হাবিব মণ্ডল তখনই একটি ১৪৯.০০ টাকার চেক দেন যে চেকটি “টাটা ক্যাপিটাল লিমিটেড” এর নামে ২৮-১০-২০২০ তে ইসু করা ৷ হাবিব মন্ডলের সন্দেহ হওয়ায় তিনি ব্যাংক কর্তৃপক্ষকে ফোনের মাধ্যমে জানিয়ে দেন তানার একাউন্ট নাম্বার থেকে কোন বড় অংকের টাকা তোলা জন্য যদি কেউ আসে তৎক্ষণাৎ ব্যাংক কর্তৃপক্ষ যেন তার সাথে যোগাযোগ করেন।অন্যদিকে প্রতারকরা একটি চেকে ভ্যানিশিং কালি ব্যবহার করে ক্যান্সিল শব্দটিকে রিমুভ করে ও তার উপর পায়েল রায় নাম লিখে ৬৮ হাজার ৫০০ টাকা বাদুড়িয়ার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে তোলার চেষ্টা করেন পায়েল রায় ৷ অবশেষে বিষয়টি জানাজানি হতেই বাদুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভবানীপুর কলকাতার বাসিন্দা পায়েল রায় নামে এই ২১ বছরের যুবতী কে গ্রেপ্তার করে বলে জানা গেছে ৷সূত্র মারফত আরো খবর পায়েলরায়ের সাথে আরো দুইজন ব্যক্তি ছিলেন যারা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গেছেন

আরও পড়ুন -  Argentina: ফাইনালে আর্জেন্টিনা, ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে

Latest News

Muskan Baby: মুসকান বেবি হলুদ স্যুটে দর্শকদের নাচিয়ে দিলেন এই কায়দায়, সেই দেখে ভক্তরা হলেন পাগল

Muskan Baby: মুসকান বেবি হলুদ স্যুটে দর্শকদের নাচিয়ে দিলেন এই কায়দায়, সেই দেখে ভক্তরা হলেন পাগল।  হরিয়ানভি নাচ: এই ঐতিহ্যের মধ্যে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img