28 C
Kolkata
Monday, May 27, 2024

Bhojpuri: রোম্যান্স করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অক্ষরার শাড়িতে টান দিলেন অরবিন্দ আকেলা কাল্লু, গানের ভিডিও দেখে নিন

এই সব ভোজপুরি মিউজিক ভিডিও পরিবারের সামনে দেখবেন না।

Must Read

Bhojpuri: রোম্যান্স করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অক্ষরার শাড়িতে টান দিলেন অরবিন্দ আকেলা কাল্লু, গানের ভিডিও দেখে নিন। 

ভোজপুরী সিনেমা: এক ঝলক।

ভোজপুরী সিনেমা হল ভারতের বিহার ও পূর্বাঞ্চলের জনপ্রিয় একটি চলচ্চিত্র শিল্প।

বিষয়বস্তু:

গ্রামীণ জীবনের চিত্রায়ণ
পারিবারিক মূল্যবোধ
রোম্যান্স
অ্যাকশন
কমেডি
লোককাহিনী ও লোকগীতি।

ভবিষ্যৎ:

বাজেট বৃদ্ধি
প্রযুক্তির ব্যবহার
আন্তর্জাতিক বাজারে প্রবেশ।

ভোজপুরী সিনেমা:

বিভিন্ন সংস্কৃতির মিশেল
ভারতীয় চলচ্চিত্রের এক গুরুত্বপূর্ণ অংশ
বিনোদন ও সাংস্কৃতিক পরিচয়।

আরও পড়ুন -  কেন্দ্র জাতীয় বিপর্যয় মোকেন্দ্র জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিলে (এনডিআরএফ) ব্যক্তি অথবা সংস্থাকে অনুদান দেবার অনুমতি দিয়েছেকেন্দ্র জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিলে (এনডিআরএফ) ব্যক্তি অথবা সংস্থাকে অনুদান দেবার অনুমতি দিয়েছেকাবিলা তহবিলে (এনডিআরএফ) ব্যক্তি অথবা সংস্থাকে অনুদান দেবার অনুমতি দিয়েছে

এখন বিনোদন দুনিয়ার শিরোনামে আছে বা ট্রেন্ডে রয়েছে নানান কিসিমের নানান অনলাইন মাধ্যম। বিনামূল্যে ইন্টারনেট দুনিয়াতে বিনোদনের কথা আসে প্রথমেই চলে আসে ইউটিউবের নাম। ইউটিউবে নানান রকমের ভিডিও ভাইরাল হচ্ছে খুব পরিমাণে।

যেই ভিডিও সবচেয়ে বেশি মানুষ দেখে তা হলো ভোজপুরি মিউজিক ভিডিওগুলি। আপনি নাও বিশ্বাস না করলেও এটাই বাস্তব। এমনকি বলিউডের যেকোনো মিউজিক ভিডিওকে মুহূর্তের মধ্যে পাল্লা দিচ্ছে এইসব ভোজপুরি মিউজিক ভিডিওগুলি। মোট কথা বলিউডকে টেক্কা দিচ্ছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি।

আরও পড়ুন -  মোনালিসা কামুক চিন্টুর সঙ্গে, ভাইরাল ভিডিও, আপনার রাতের ঘুম উড়বে, VIDEO

এই ভোজপুরি অন্যতম জনপ্রিয় সুপারস্টার হলেন অরবিন্দ আকেলা কাল্লু। তিনি বহু ভাইরাল মিউজিক ভিডিওতে কাজ করেছেন। তিনি সোশ্যাল মিডিয়াতে কোন কিছু পোস্ট করলেই মুহূর্তের মধ্যে ভাইরাল তালিকায় চলে আসে।

সম্প্রতি অরবিন্দের একটি মিউজিক ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে।এই ভোজপুরি মিউজিক ভিডিও ভুল করেও পরিবারের সামনে দেখবেন না।

অরবিন্দ অকেলা কাল্লুর নতুন ভোজপুরি মিউজিক ভিডিওতে তাঁর সঙ্গে স্ক্রিন ভাগ করেছেন অক্ষরা সিং। অরবিন্দ আকেলা কাল্লু ও অক্ষরা সিংয়ের গানের নাম, ‘মারদ কে দিহাল দর্দ‘। এই গানে দুজনই গ্রামের একটি মাঠে উপস্থিত হয়েছে।

আরও পড়ুন -  Vastu Tips: ঠাকুর ঘর রাখুন বাড়িতে, অর্থনৈতিক সংকট থাকবে না

যেখানে প্রথমে তারা নাচতে শুরু করেন। তাঁদের এমন রোম্যান্স দেখে অবাক হবেন সকলে। এই ভিডিও যখন আপনি দেখবেন অবশ্যই ঘরের দরজা বন্ধ করে একদম একলা দেখবেন। ভিডিওটি ইন্টারনেট দুনিয়াতে দারুণ জনপ্রিয়তা পাচ্ছে। প্রায় ৩২ লাখ মানুষ দেখে নিয়েছেন এই ভিডিওটি।

ট্যাগঃ
অক্ষরা সিং, অরবিন্দ আকেলা কাল্লু, ভোজপুরি ভাইরাল ভিডিও

Latest News

Short Film: বাড়ি একদম ফাঁকা, সেই সময়ে কাজের মেয়ের সাথে এই রকম কুকর্ম করলেন বাড়ির মালিক, ভিডিও ভাইরাল

Short Film: বাড়ি একদম ফাঁকা, সেই সময়ে কাজের মেয়ের সাথে এই রকম কুকর্ম করলেন বাড়ির মালিক, ভিডিও ভাইরাল।  Short Film...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img