40 C
Kolkata
Wednesday, May 1, 2024

পুরুষ ভক্তদের রাতের ঘুম গেল, ডিপ নেক পোশাকে আবেদন ছোট পর্দার ‘তিতলি’

Must Read

পুরুষ ভক্তদের রাতের ঘুম গেল, ডিপ নেক পোশাকে আবেদন ছোট পর্দার ‘তিতলি’

বাংলা টেলিভিশন সিরিয়াল: এক ঝলক।

বাংলা টেলিভিশন সিরিয়াল দীর্ঘদিন ধরে বাঙালিদের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম।

বিভিন্ন ধরনের সিরিয়াল:

বাংলা টেলিভিশনে বিভিন্ন ধরণের সিরিয়াল দেখা যায়। পারিবারিক, রোমান্টিক,
থ্রিলার, ঐতিহাসিক, কমেডি, সামাজিক – সব ধরণের গল্পই সিরিয়ালে ফুটে
ওঠে।

সিরিয়ালের প্রভাব:

বাংলা টেলিভিশন সিরিয়াল শুধু বিনোদনই প্রদান করে না, বরং
সামাজিক বার্তাও দেয়। অনেক সিরিয়াল নারীর ক্ষমতায়ন,
শিশুশিক্ষা, সমাজের কুসংস্কার ইত্যাদি
গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে।

উপসংহার:

বাংলা টেলিভিশন সিরিয়াল বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।
দর্শকদের বিনোদন ও শিক্ষার পাশাপাশি
সামাজিক বার্তা দেওয়ার ক্ষেত্রেও
এই সিরিয়ালগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরও পড়ুন -  Monami Ghosh: টি-শার্টে চুঁইয়ে পড়ছে রূপের হাট, পুরুষদের চোখে ঘুম নেই, মনামীর এই ছবি দেখে

বাংলা সিরিয়ালের ভক্তরা যারা পছন্দ করেন বাংলা সিরিয়াল, তারা ‘তিতলি’ সিরিয়ালটিকে এখনও ভুলতে পারছে না। অন্ধ নায়িকা তিতলির বিমান চালানোর গল্প দর্শকদের খুব আগ্রহের সাথে ট্রোলিংয় হয়েছিলো।

প্রচণ্ড ট্রোল, টিআরপির অভাবের জোড়া ধাক্কায় শেষ হয়ে যায় তিতলি। তারপরেই বদল আসে অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরীর (Madhupriya Chowdhury) মধ্যে।

বাংলার মানুষের কাছে তিনি জনপ্রিয় হয়ে উঠেছিলেন ‘তিতলি’ নামে। সিরিয়ালটি দর্শক মহলে ছাপ ফেলতে না পারলেও নানান কারণে পড়েছিল ট্রোলের মুখে। ডেবিউ ধারাবাহিকের পর আর কোনো সিরিয়ালেই প্রধান চরিত্রে দেখা যাচ্ছে না তাঁকে। আবার তিনি কাজের পরিমাণও অনেকটা কমিয়ে দিয়েছেন।

বর্তমানে স্টার জলসার ‘তোমাদের রাণী’ সিরিয়ালে পার্শ্ব চরিত্রে দেখা যাচ্ছে মধুপ্রিয়াকে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ‘মুখ্য চরিত্র’ হয়ে উঠেছেন।

আরও পড়ুন -  Solanki Roy: শোলাঙ্কির বিয়ে কেন ভাঙল?

ইনস্টাগ্রামে প্রায়ই ছবি শেয়ার করে থাকেন মধুপ্রিয়া। সেই ছবিতে বেশিরভাগ সময়ই বোল্ড অবতারে দেখা যায়। সম্প্রতি মধুপ্রিয়ার কয়েকটি ছবি চর্চায় এলো। তিনি সাদা কালো ছবিতে প্যান্ট ও ডিপ হল্টার নেক টপে ধরা দিলেন। রেখেছেন খোলা চুল। গ্ল্যাম মেকআপে আবেদনময়ী ভঙ্গিতে লেন্স বন্দি হয়েছেন অভিনেত্রী। মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে তাঁর চোখ ধাঁধানো সেই অবতার।

প্রসঙ্গত, তিতলির পর প্রধান চরিত্রে দেখা যায়নি মধুপ্রিয়াকে। সম্প্রতি এর কারণ হিসেবে অভিনেত্রী বলেন, নায়িকা হতে হলে রোগা হতে হবে। গ্যাসট্রিক আলসার এবং ইনসমনিয়ার মতো রোগ রয়েছে। তাই ওজন বাড়ে। আবার তিনি খেতেও ভালোবাসেন।

আরও পড়ুন -  বিচারককে হুমকি কাণ্ডে এবারে তৎপর পুলিশ, অনুব্রত মামলার, গ্রেফতার হলো আইনজীবী

মধুপ্রিয়া বলেন, গোটা বিশ্বেই অভিনয় জগতে যদি নায়িকা হতে হয় তবে আকর্ষণীয় ফিগার হতে হবে। কিন্তু মধুপ্রিয়ার কথায়, তিনি শুধু প্রধান চরিত্রে অভিনয় করতে আসেননি। তাঁর স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার। কেন্দ্রীয় চরিত্রে সুযোগ পাওয়ার জন্য একটা লম্বা সময় অপেক্ষা করতে হয়। তিনি বেশি অপেক্ষা করতে চাননি। মধুপ্রিয়া বলেন, নায়িকারা শুধুই ইতিবাচক। তারা সব পারে। কোনো স্তর নেই চরিত্রগুলির। তাই তিনি নিজেই পার্শ্ব চরিত্রর সাথে নেতিবাচক চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন।

ট্যাগঃ
মধুপ্রিয়া চৌধুরী, টেলিভিশন অভিনেত্রী, তোমাদের রানী, ভাইরাল ছবি

Latest News

Web Series: উল্লুতে এবার রিলিজ করেছে সাহসী ওয়েব সিরিজ, পরিবারের সঙ্গে দেখা যাবে না

Web Series: উল্লুতে এবার রিলিজ করেছে সাহসী ওয়েব সিরিজ, পরিবারের সঙ্গে দেখা যাবে না।  করোনার সময় মানুষ ঘরের মধ্যে বন্দি...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img