26 C
Kolkata
Saturday, May 11, 2024

Gold Price Today-ক্রেতাদের মাথায় হাত, বদলে গেল সোনার দাম

Must Read

Gold Price Today-ক্রেতাদের মাথায় হাত, বদলে গেল সোনার দাম।

সোনা এবং রুপোর দাম ভারতে অনেক কিছুর উপর নির্ভর করে দাম ঠিক করা হয়। যেমন দেশীয় টাকা এবং ডলারের মূল্য, আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদার সাথে দেশের অভ্যন্তরে থাকা বাজার দেখে তারপর ঠিক হয় সোনা এবং রুপোর দরদাম।

সাথে বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন করের হার থাকায় ভিন্ন হয় দাম। এদিকে সোনার উপর বিনিয়োগ করোনাকালীন সময়ের পর থেকে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। সোনার দামের উত্থান পতনের উপর নির্ভর করে বহু জিনিস। এখন গহনার থেকে সোনালী ধাতুর উপর বিনিয়োগ হচ্ছে সর্বাধিক।

আরও পড়ুন -  Rubina Dilaik: শরীর লুকাচ্ছেন রুবিনা, টকটকে লাল গোলাপ দিয়ে

সোনার এই ঊর্ধ্বমুখী বাজারে গতকাল বৃহস্পতিবার কলকাতায় সোনার বাজারদর ছিল ঊর্দ্ধমুখী। আজ সপ্তাহের পঞ্চম দিন শুক্রবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ঊর্দ্ধমুখী।

এদিন সামান্য বৃদ্ধি পেয়েছে রূপোর দাম। এবার দেখুন আজ কলকাতায় সোনার দরদাম কি বলছে?

আজকে কলকাতায় সোনার দাম (০৮.০৩.২০২৪-শুক্রবার)।

আরও পড়ুন -  শুধু ফেনা দিয়ে ঢেকেছেন শরীর, তুমুল ভাইরাল সম্পূর্ণার ছবি

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬৫,৫৭০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬০,১১০ টাকা।
গতকাল কলকাতায় ছিল সোনার দাম (০৭.০৩.২০২৪-বৃহস্পতিবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬৫,৫৬০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬০,১০০ টাকা।

আজ মূল্যবৃদ্ধি।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
১০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
১০ টাকা।

আরও পড়ুন -  Durga Pujo: থিম "বধনে বন্ধন, আয় আরো বেঁধে বেঁধে থাকি"

আজকে কলকাতায় রূপোর দাম (০৮.০৩.২০২৪-শুক্রবার)
৭৫,১০০ টাকা প্রতি কেজি।

গতকাল কলকাতায় ছিল রূপোর দাম (০৭.০৩.২০২৪-বৃহস্পতিবার)
৭৫,০০০ টাকা প্রতি কেজি।

আজ মূল্যবৃদ্ধি
১০০ টাকা প্ৰতি কেজি।

প্রসঙ্গত, শুক্রবার বিশ্ব বাজারে সামান্য ঊর্দ্ধমুখী রয়েছে সোনার দাম। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ২১৫১.৩০ মার্কিন ডলার। আজকে বেড়ে হয়েছে ২১৫৭.৮০ মার্কিন ডলার। এর প্রভাব দেশীয় বাজারে পড়েছে।

Latest News

Dance Video: এমন পারফরম্যান্স করলো গোরি নাগোরি, পাগল হলেন তার ভক্তরা, এখন লাইন দিয়ে দেখছেন ভিডিও

Dance Video: এমন পারফরম্যান্স করলো গোরি নাগোরি, পাগল হলেন তার ভক্তরা, এখন লাইন দিয়ে দেখছেন ভিডিও।  হরিয়ানভি নাচ: হরিয়ানা, ভারতের উত্তরের...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img