31 C
Kolkata
Friday, May 17, 2024

Durga Pujo: থিম “বধনে বন্ধন, আয় আরো বেঁধে বেঁধে থাকি”

Must Read

ইংরেজবাজার শহরের দিলীপ স্মৃতি সংঘের পুজো এবারের ৭১ তম বর্ষে পা রাখলো।

প্রতিবারই জেলাবাসীকে তারা চমক দিয়ে থাকে।এবারের তাদের থিম “বধনে বন্ধন, আয় আরো বেঁধে বেঁধে থাকি”।

আরও পড়ুন -  পশ্চিমবঙ্গে পড়বে জাকিয়ে শীত, পশ্চিমী ঝঞ্ঝা আসছে

রাখির উপরে তাদের এবারে মণ্ডপসজ্জা।মন্ডপের ভিতরে প্রবেশ করলে দেখা যাবে হিন্দু-মুসলিম তারা একে অপরকে রাখি পড়াচ্ছে।

একজন সিভিক ভলেন্টিয়ার টোটো চালককে রাখি পড়াচ্ছে।

একজন স্কুলছাত্রী এক বালককে রাখি পড়াচ্ছে।

আরও পড়ুন -  Temperature: দক্ষিণবঙ্গে অশনির আগমণে কিছুটা রেহাই দিলেও, উত্তরের জলপাইগুড়িতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী !

সবথেকে যেটি আকর্ষণীয়, সেটি হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেই করোনা যোদ্ধা এক চিকিৎসককে রাখি পড়াচ্ছে।

পাশে আছে পুলিশ, সিস্টার। মাটির মডেলে এসব করা হয়েছে। মা দুর্গার পিছনেও আছে একটি বিরাট রাখি। কৃষ্ণ রূপে মা দুর্গা বিরাজ করছে।

আরও পড়ুন -  মালদা ও মুর্শিদাবাদ থেকে এত আম আপনারা পাঠিয়েছেন আম ভাগ করতে হিমশিম খেতে হয়েছেঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Latest News

Muskan Baby Dance: টাইট পোশাকে দুরন্ত নাচ দেখালেন মুসকান বেবি, ফিদা দর্শকরা

Muskan Baby Dance: টাইট পোশাকে দুরন্ত নাচ দেখালেন মুসকান বেবি, ফিদা দর্শকরা। সোশ্যাল মিডিয়া বর্তমান সময়ে হচ্ছে জাদুকাঠি। যার সহযোগিতায়...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img