36 C
Kolkata
Wednesday, May 15, 2024

Gold Price Today: কমে গেল দাম কলকাতার বাজারে সোনা

Must Read

Gold Price Today: কমে গেল দাম কলকাতার বাজারে সোনা।

সোনার গয়না পরার চল বহুদিন আগেই থেকেই। ভারতে প্রাচীনকালের সংস্কৃতি এখনো রয়ে গেছে। সেই জন্য ভারতে সোনার চাহিদা পাশ্চাত্য দেশের থেকে অনেক বেশি। আবার সোনার ব্যবহার রয়েছে উপহার দেওয়ার।

যেমন বিয়েবাড়ি সহ জন্মদিন, অন্নপ্রাশন এবং বার্ষিকী উদযাপন সহ ছোটখাটো অনুষ্ঠানেও সোনার গয়না উপহার দেওয়ার রীতি রয়েছে।

সোনার এই ঊর্ধ্বমুখী বাজারে গতকাল শুক্রবার কলকাতায় সোনার বাজারদর ছিল নিম্নমুখী। সপ্তাহের শেষ দিন আজকে শনিবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম রইল নিম্নমুখী। এদিন সামান্য হ্রাস পেয়েছে রূপোর দাম।

আরও পড়ুন -  Gold Price Today: নিম্নমুখী সোনার দাম, কলকাতার বাজারদর জানুন

কলকাতায় আজ সোনার দরদামঃ

আজকে কলকাতায় সোনার দাম (২৪.০২.২০২৪- শনিবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬২,৭২০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৭,৪৯০ টাকা।

আরও পড়ুন -  Road Accident: নিহত ২৫, বরযাত্রীর বাস খাদে পড়ে

গতকাল কলকাতায় ছিল সোনার দাম (২৩.০২.২০২৪-শুক্রবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬২,৭৩০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৭,৫০০ টাকা।

আজ মূল্যহ্রাস।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যহ্রাস
১০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যহ্রাস
১০ টাকা।

আজকে কলকাতায় রূপোর দাম (২৪.০২.২০২৪-শনিবার)
৭৪,৪০০ টাকা প্রতি কেজি।

আরও পড়ুন -  Semi-Final: নিউজিল্যান্ড টস জিতে ব্যাটিংয়ে

গতকাল কলকাতায় ছিল রূপোর দাম (২৩.০২.২০২৪-শুক্রবার)
৭৪,৫০০ টাকা প্রতি কেজি।

আজ মূল্যহ্রাস
১০০ টাকা প্ৰতি কেজি।

প্রসঙ্গত, শনিবার বিশ্ব বাজারে সামান্য ঊর্দ্ধমুখী সোনার দাম। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ২০২৫.৯০ মার্কিন ডলার। আজকে সামান্য বেড়ে হয়েছে ২০২৭.৯০ মার্কিন ডলার। এর প্রভাব দেশীয় বাজারে সেই ভাবে দেখা যায়নি।

Latest News

Monami Ghosh: ব্যাকলেস লেহেঙ্গা চোলিতে আবার আকর্ষণ করলেন মনামী, গ্ল্যামার চুঁইয়ে পড়ছে

Monami Ghosh: ব্যাকলেস লেহেঙ্গা চোলিতে আবার আকর্ষণ করলেন মনামী, গ্ল্যামার চুঁইয়ে পড়ছে।  মনামী একজন উজ্জ্বল নক্ষত্র বাংলার অভিনয় দুনিয়ায়। তার...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img