31 C
Kolkata
Thursday, May 9, 2024

Gold Price Today: কলকাতার বাজারে লক্ষ্মীবার সোনা কেনা যাবে? দাম কেমন আজকে?

Must Read

Gold Price Today: কলকাতার বাজারে লক্ষ্মীবার সোনা কেনা যাবে? দাম কেমন আজকে?

অনেক কিছুর উপর নির্ভর করে ঠিক করা হয় সোনা এবং রুপোর দাম ভারতে। যেমন দেশীয় টাকার সাথে ডলারের মূল্য, আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা ও দেশের অভ্যন্তরে থাকা বাজার দেখে তবে ঠিক হয় সোনা এবং রুপোর দরদাম।

তাছাড়া সব রাজ্যে ভিন্ন ভিন্ন করের হার থাকায় দামও ভিন্ন হয়। এদিকে সোনার উপর বিনিয়োগ করোনাকালীন সময়ের পর থেকে দারুন ভাবে হচ্ছে। সোনার দামের উত্থান পতনের উপর নির্ভর করে সব কিছু।

আরও পড়ুন -  পশ্চিমবঙ্গে পড়বে জাকিয়ে শীত, পশ্চিমী ঝঞ্ঝা আসছে

এখন আবার গহনার থেকে সোনালী ধাতুর উপর বিনিয়োগ হচ্ছে সব চেয়ে বেশি।

সোনার এই ঊর্ধ্বমুখী বাজারে গতকাল বুধবার কলকাতায় সোনার বাজারদর ছিল নিম্নমুখী। সপ্তাহের লক্ষ্মীবার আজকে বৃহস্পতিবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম আছে ঊর্দ্ধমুখী। এদিন সামান্য বৃদ্ধি পেয়েছে রূপোর দামও। আজকে সোনার গয়না অথবা রূপা কেনার ভালো সময় কিনা। কলকাতায় আজকের সোনার দরদামে।

আরও পড়ুন -  Swastika Dutta: প্রেমিকাকে গিটার বাজানো শেখাচ্ছেন শোভন

আজকে কলকাতায় সোনার দাম (২২.০২.২০২৪-বৃহস্পতিবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬২,৭৫০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৭,৬১০ টাকা।

গতকাল কলকাতায় ছিল সোনার দাম (২১.০২.২০২৪-বুধবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬২,৭৪০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৭,৬০০ টাকা।

আজ মূল্যবৃদ্ধি।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
১০ টাকা।

আরও পড়ুন -  IND vs RSA: ডাক পেলেন বিধ্বংসী এই ক্রিকেটার প্রোটিয়া সিরিজে, হার্দিক পান্ডিয়া বিশ্রামে

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
১০ টাকা।

আজকে কলকাতায় রূপোর দাম (২২.০২.২০২৪-বৃহস্পতিবার)
৭৫,৮০০ টাকা প্রতি কেজি।

গতকাল কলকাতায় ছিল রূপোর দাম (২১.০২.২০২৪-বুধবার)
৭৫,৭০০ টাকা প্রতি কেজি।

আজ মূল্যবৃদ্ধি
১০০ টাকা প্ৰতি কেজি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিশ্ব বাজারে ঊর্দ্ধমুখী সোনার দাম। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ২০২৩.৩০ মার্কিন ডলার। আজকে সামান্য বেড়ে হয়েছে ২০২৬.৯০ মার্কিন ডলার। এর প্রভাব দেশীয় বাজারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

Latest News

Weather Forecast: কয়েকটি জেলায় বিরাট দুর্যোগ দক্ষিণের, স্বস্তির ঝড়বৃষ্টি কতদিন পাবো

Weather Forecast: কয়েকটি জেলায় বিরাট দুর্যোগ দক্ষিণের, স্বস্তির ঝড়বৃষ্টি কতদিন পাবো।  গরমকালের আবহাওয়া: প্রখর রোদ, প্রকৃতির রঙিন রূপ। গ্রীষ্মকাল, বছরের সেই...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img