25 C
Kolkata
Wednesday, November 29, 2023

তারিখ ঘোষণা করল পাকিস্তান, নির্বাচনের

Must Read

তারিখ ঘোষণা করল পাকিস্তান, নির্বাচনের।

নির্বাচন হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি পাকিস্তানে নভেম্বরে। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন না হলে সেটি ঠিক কবে নাগাদ হতে পারে তা নিয়েও ছিল অনিশ্চয়তা।

এবার রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটে জর্জরিত নির্বাচন কমিশন ভোটের তারিখ ঘোষণা করেছে। ৮ ফেব্রুয়ারি পরবর্তী নির্বাচনের দিন ঘোষণা করা হলো।

আরও পড়ুন -  Sohini Sarkar: মুখ খুললেন সোহিনী সরকার, ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিল

ডয়চে ভেলের এক প্রতিবেদনে জানানো হয়, রাষ্ট্রপতি আরিফ আলভি ও নির্বাচন কমিশনের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ বৈঠকের পর বৃহস্পতিবার (২ নভেম্বর) এই সিদ্ধান্ত জানানো হয়।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী, সংসদ ভাঙার ৯০ দিনের ভেতর নির্বাচন আয়োজন করতে হয়। সেই হিসাবে চলতি নভেম্বর মাসেই নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা ছিল নির্বাচন কমিশনের। কমিশন বলছে, সবশেষ জনশুমারি অনুযায়ী সংসদীয় এলাকা পুনর্বিন্যাস করে নির্বাচনে গেলে তাদের অন্তত চার মাস সময় লাগবে।

আরও পড়ুন -  Actress Mahiya Mahi: মাহির আবেগঘন পোস্ট, স্বামীকে নিয়ে

পাকিস্তানে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের দায় রয়েছে প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকারের। গত আগস্টে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন তিনি। প্রধান বিরোধী নেতা এবং পিটিআইপ্রধান ইমরান খানকে কারাগারে বন্দি রাখার পাশাপাশি দলটির নেতাকর্মীদের ওপর দমনপীড়ন অব্যাহত থাকায় আদৌ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে।

আরও পড়ুন -  মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের অপমানের প্রতিশোধ নিতে, প্রেমিককে ধারালো অস্ত্রের কোপ ছেলের

ছবিঃ সংগৃহীত।

Latest News

গোসাবায় তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার ৮, খুনের নেপথ্যে গোষ্ঠী কোন্দল দাবী নিহতের পরিবারের

নিজস্ব সংবাদদাতা, গোসাবাঃ   গোসাবায় তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার ৮, খুনের নেপথ্যে গোষ্ঠী কোন্দল দাবী নিহতের পরিবারের। আগামী লোকসভা নির্বাচনের...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img