39 C
Kolkata
Friday, May 3, 2024

ত্রাণবাহী ট্রাক ঢুকল গাজায়, রাফাহ ক্রসিং দিয়ে

Must Read

ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রবেশ করেছে ত্রাণ পণ্যবাহী ট্রাক টানা দু’সপ্তাহের অবরোধে আটকে থাকার পর রাফাহ ক্রসিং দিয়ে। রাফাহ ক্রসিং থেকে এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।রাফাহ ক্রসিং থেকে আলজাজিরার প্রতিনিধি জানিয়েছেন, ‘আমরা ক্রসিং দিয়ে ত্রাণ সামগ্রীবাহী প্রথম ট্রাকটিকে গাজায় প্রবেশ করতে দেখেছি।’

আন্তর্জাতিক মানবিক সহায়তা এবং সেবামূলক প্রতিষ্ঠান রেডক্রস অ্যান্ড রেডক্রিসেন্ট সোসাইটির মিশর শাখার তথ্য অনুযায়ী, খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপিও।আগে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে, শনিবার ভোরে গাজার দক্ষিণ রাফাহ শহরের বেশ কয়েকটি আবাসিক ভবনে ইসরাইলের বোমাবর্ষণে হতাহতের ঘটনা ঘটেছে। তাতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ।

আরও পড়ুন -  Jaya Ahsan: ‘পদ্মাসুন্দরী’ জয়া, দুধ সাদা পোশাকে আরও লাস্যময়ী

একই সময় গাজার উত্তরে জাবালিয়া শহরে ইসরাইলের হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। কিন্তু আহতের বিষয়ে কিছু জানা যায়নি।
গতরাতে ইসরাইল বাহিনী রামাল্লা, নাবলুস, জেরিকো ও হেব্রনেও বোমাবর্ষণ করেছে। তাতে ১৭ বছরের এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। একটি বাড়ি ধ্বংস হয়েছে।

আরও পড়ুন -  মসজিদে আবার হামলা ফিলিস্তিনের

বিবিসি এবং রয়র্টাস জানিয়েছে, দুই সপ্তাহ ধরে চলা গাজায় ইসরাইলের নির্বিচার হামলায় ৪ হাজার ১৩৭ জন নিহত হয়েছেন। ১৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে শিশু ১ হাজার ৫২৪, নারী ১ হাজারের বেশি। রয়েছেন ১১ সাংবাদিকও। পশ্চিমতীরে ইসরাইলের হামলায় শুক্রবার ৫ শিশুসহ ১৩ জন নিহত।

আরও পড়ুন -  Shirin Abu Akla: ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে শিরীনকে, ফিলিস্তিনি তদন্ত বলছে

ছবিঃ সংগৃহীত।

Latest News

Dance Video: রূপসী যুবতীর অন্তর্বাস পরেই সাহসী নাচ, এখন ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

Dance Video: রূপসী যুবতীর অন্তর্বাস পরেই সাহসী নাচ, এখন ঝড়ের বেগে ভাইরাল ভিডিও। এই নতুন প্রজন্মের সামনে সোশ্যাল মিডিয়া হচ্ছে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img