36 C
Kolkata
Saturday, May 4, 2024

IPL Final: ফাইনালে মুখোমুখি গুজরাট-চেন্নাই, আজ রাতে

উত্তেজনার পারদ তুঙ্গে আইপিএল IPL

Must Read

১৬তম আসরের পর্দা নামছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএলের) আজ। শিরোপা নির্ধারনী ম্যাচে রবিবার বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে আইপিলের ইতিহাসে সফল দল চেন্নাই সুপার কিংস। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সামনে সুযোগ চেন্নাইয়ের হয়ে পঞ্চম শিরোপা ঘরের তোলার। গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার চাইছে টানা দুই মৌসুমে চ্যাম্পিয়ন হবার।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে শিরোপা নির্ধারনী ম্যাচের লড়াই।

গত আসরে একই ভেন্যুতেই রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে অভিষেক মৌসুমেই শিরোপা জিতেছিল গুজরাট। এবার ভেন্যু একই থাকলেও প্রতিপক্ষ হিসেবে পান্ডিয়া পাচ্ছেন তারকা ব্যাটার ধোনির দলকে।

আরও পড়ুন -  IPL 2023: চাঞ্চল্যকর টুইট করলেন জাদেজা উত্তপ্ত বাক্য বিনিময়ের পর ধোনির সঙ্গে, ‘কর্মফল তোমাকে ভুগতেই হবে’

অধিনায়ক হিসেবে ১৫ আইপিএলের ১০ ফাইনাল খেলেছেন ধোনি। তার মধ্যে ৯ বার চেন্নাইয়ের এবং একবার পুনের হয়ে। চেন্নাইয়ের হয়ে পঞ্চম শিরোপা ঘরে তোলার লক্ষ্যে আইপিএল ক্যারিয়ারে ১১তম ফাইনালে নামবেন ৪১ বর্ষী উইকেটরক্ষক ব্যাটার। অপরদিকে আইপিএলের গত মৌসুমে ক্যারিয়ারে গুজরাটের হয়ে প্রথমবার অধিনায়কের দায়িত্ব নেন হার্দিক পান্ডিয়া। ২৯ বর্ষী এই অলরাউন্ডারের সামনে সুযোগ অধিনায়ক হিসেবে টানা দুই শিরোপা ঘরে আনার।

আরও পড়ুন -  CSK Vs GT: কার্যত অবসর ঘোষণা করলেন আম্বাতী রায়ডু, ‘এটাই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ’!

প্রথম কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল চেন্নাই সুপার কিংস। তারপর দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্সকে বিদায় করে ফাইনালের উঠে পান্ডিয়ার দল।

ধোনি বনাম পান্ডিয়ার দ্বৈরথ ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। একদিকে শুভমন গিল, জশ লিটল, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, রশিদ খান এবং মোহাম্মদ শামি। অপরদিকে মঈন আলী, ডেভন কনওয়ে, ধোনি, রবীন্দ্র জাদেজা ও তুষার দেশপাণ্ডের চেন্নাই। যারা বড় ম্যাচে রং বদলে দিতে পারেন মুহূর্তে।

আরও পড়ুন -  তারাপীঠে মা কালীর বিশেষ ভোগ

চেন্নাই-গুজরাট মুখোমুখি হয়েছে চার বার। তার মধ্যে তিন বার ধোনিদের বিপক্ষে জয়ের হাসি হেসেছে গুজরাট সবশেষ পাঁচ ম্যাচের তিনটিতে জয় পেয়েছে গুজরাট, আর চেন্নাই চারটিতে।

এবারের আইপিএলে উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস।

ফাইল ছবি

Latest News

Weather Forecast: তাপপ্রবাহের তেজ কমছে, খুব শীঘ্রই স্বস্তির বৃষ্টি ঝেঁপে আসছে

Weather Forecast: তাপপ্রবাহের তেজ কমছে, খুব শীঘ্রই স্বস্তির বৃষ্টি ঝেঁপে আসছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহ দেখা গেছে বিগত কয়েকদিনে।...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img