29 C
Kolkata
Wednesday, May 15, 2024

নামতে গিয়ে পর্বতারোহীর মৃত্যু, অক্সিজেন ছাড়া

Must Read

বাঙালি নারী পিয়ালি বসাক হিমালয়ের অন্যতম পর্বত শৃঙ্গ অন্নপূর্ণা জয় করেছেন। একই কৃতিত্ব অর্জন করেন হিমাচলের বলজিৎ কাউর। নামার পথে মারা যান তিনি। নিখোঁজ হয়েছেন আরেক পর্বতারোহী অনুরাগ মালু।

হিন্দুস্থান টাইমস জানায়, অক্সিজেন সিলিন্ডার ছাড়া অন্নপূর্ণা জয় করেছিলেন বলজিৎ। এই সাহসই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। শৃঙ্গ থেকে নিচে নামার সময় অক্সিজেনের অভাবে মৃত্যু হয় তার।

সোমবার (১৭ এপ্রিল) রাতে ক্যাম্প ৪-এর কাছে বলজিৎ কাউরের মৃত্যু হয়।

আরও পড়ুন -  জল নিকাশির ব্যবস্থা করলেন সায়নী ঘোষ, ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল, আসানসোলে ঘটনা

অক্সিজেন ছাড়া অন্নপূর্ণা জয়ের পরিকল্পনা ছিল পিয়ালিরও। আবহাওয়া খারাপ থাকায় শেষ পর্যন্ত তিনি অক্সিজেন নিয়েই পর্বতারোহণ করেন।

আগে ৯ এপ্রিল বেস ক্যাম্পে ছিলেন বলজিৎ কাউর। তার নামের পাশে রয়েছে বেশ কিছু কৃতিত্ব। মাত্র ২৭ বছর বয়সে প্রথম ভারতীয় নারী হিসেবে মাউন্ট মানসলু জয় করেছিলেন। অক্সিজেন ছাড়া মানসলু জয় করা কনিষ্ঠতম মহিলা পর্বতারোহী হয়েছিলেন তিনি।

বলজিৎ ভারতের প্রথম নারী হিসেবে ছয়টি আট হাজার মিটার উচ্চতার শৃঙ্গ জয় করেছেন। দ্রুততম ভারতীয় হিসেবে এই সব পর্বত শৃঙ্গ জয় করতে নিয়েছেন মাত্র ৫ মাস ২ দিন। এক মাসেরও কম সময়ে তিনি চারটি আট হাজার মিটারের শৃঙ্গ জয়ের নজির গড়েছিলেন। তার মৃতদেহ পাহাড় থেকে সমতলে নামানোর চেষ্টা চলছে।

আরও পড়ুন -  Lionel Messi: সর্বোচ্চ আয় ক্রীড়াবিদ মেসি

 অন্নপূর্ণা পর্বতেই নিখোঁজ হয়েছেন পর্বতারোহী অনুরাগ মালু। সোমবার অন্নপূর্ণার তৃতীয় ক্যাম্পের নিচের এলাকা থেকে নিখোঁজ হয়ে যান রাজস্থানের এই ৩৪ বছর বয়সি পর্বতারোহী। দুপুরের পর থেকেই তার আর খোঁজ মেলেনি বলে জানা গেছে।

আরও পড়ুন -  ভোট প্রচার

প্রতিবেদন অনুযায়ী, অন্নপূর্ণার চতুর্থ ক্যাম্পে নামছিলেন অনুরাগ। সেই সময়ই নাকি ১৯ হাজার ফুট নিচের একটি খাদে পড়ে যান তিনি। নিখোঁজ পর্বতারোহীর খোঁজে আকাশপথে হেলিকপ্টারে করে তল্লাশি চালানো হচ্ছে। রাজস্থানের বাসিন্দা অনুরাগ মালুর লক্ষ্য ছিল আট হাজার মিটারের থেকে উঁচু সব শৃঙ্গ জয় করা। এছাড়া বিশ্বের সাত মহাদেশের নয়টি উচ্চতম পর্বত চূড়া জয় করে পরিবেশ সচেতনতার বার্তাও দিতে চেয়েছিলেন।

ছবিঃ রয়টার্স

Latest News

Web Series: পরিবারের সঙ্গে একদম এই ওয়েব সিরিজটি দেখা যাবে না, লজ্জার সীমানা পার

Web Series: পরিবারের সঙ্গে একদম এই ওয়েব সিরিজটি দেখা যাবে না, লজ্জার সীমানা পার।  Web Series টি ১৮+উদ্ধের জন্য। ওয়েব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img