36 C
Kolkata
Thursday, May 16, 2024

PAN-Aadhaar Linking Status: প্যান কার্ডের সাথে আধার কার্ড কি লিঙ্ক আছে আপনার? কয়েক মিনিটেই জেনে নিন

বাধ্যতামূলক করা হয়েছে আধার ও প্যান কার্ড লিঙ্ক

Must Read

আয়কর দপ্তর সম্প্রতি প্যান কার্ড সম্পর্কিত একটি বড় আপডেট দিয়েছে। প্রত্যেক প্যানকার্ডধারীদের জানা দরকার। নাহলে তাঁদের অনেক সমস্যার সম্মুখীন হবেন। আয়কর দপ্তর কিছুদিন আগে একটি নোটিফিকেশন জারি করে জানিয়ে দিয়েছেন যে, আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক।

এই লিঙ্ক করার জন্য একটি সময়সীমা বেঁধে দিয়েছেন। সেই সময়ের মধ্যে লিঙ্ক না করলে দিতে হবে জরিমানা। বাতিল হয়ে যাবে আপনার প্যান কার্ড। আয়কর দপ্তর সূত্রে জানানো হয়েছে যে, যদি ৩১ মার্চ, ২০২৩ সালের আগে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক না করেন, তাহলে আপনার উপর ১০ হাজার টাকা জরিমানা করা হবে। এই কাজ না হলে ১ এপিল, ২০২৩ থেকে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে।

আরও পড়ুন -  কীভাবে দীর্ঘ সময়ের জন্য তাজা রাখবেন ফুলদানিতে ফুলকে?

যদি মনে না থাকে যে আপনি প্যান-আধার কার্ড লিঙ্ক করেছেন কি না, আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় করা হবে কিনা তা নিয়ে চিন্তিত, তাহলে আপনার কাছে এটি পরীক্ষা করার একটি উপায় আছে। আপনি অনলাইন ও  অফলাইন উভয় পদ্ধতিতে এই পরীক্ষা করতে পারেন।

এসএমএসের মাধ্যমে আপনি যাচাই করতে পারবেন আপনার আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক আছে নাকি। আপনাকে ৫৬৭৬৭৮ বা ৫৬১৬৬১ নম্বরে একটি এসএমএস পাঠাতে হবে। মেসেজে লিখতে হবে, “UIDPAN < 12 সংখ্যার আধার নম্বর> < 10 সংখ্যার স্থায়ী অ্যাকাউন্ট নম্বর>”। এরপর আপনার লিঙ্ক করা হয়ে থাকে তাহলে আপনি স্ক্রিনে লেখা এই বার্তাটি দেখতে পাবেন- “আধার…আইটিডি ডাটাবেসে প্যান (নম্বর) এর সাথে ইতিমধ্যেই যুক্ত আছে। আমাদের পরিষেবাগুলি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।” যদি তা না হয়, তাহলে এই বার্তাটি আসবে – “আধার…আইটিডি ডাটাবেসে প্যান (নম্বর) এর সাথে যুক্ত নয়।”

আরও পড়ুন -  Central Government: গ্যাস সিলিন্ডার এবার রেশন দোকানেই মিলবে, পরিকল্পনা করছে কেন্দ্র

অনলাইন যাচাই

UIDAI ওয়েবসাইটে যান https://uidai.gov.in/
“Aadhaar Services” মেনু থেকে “Aadhaar Linking Status” নির্বাচন করুন
আপনার 12 সংখ্যার আধার নম্বর লিখুন ও “স্ট্যাটাস পান” বোতামে ক্লিক করুন
এখানে আপনাকে আপনার প্যান কার্ড নম্বর, সেইসাথে ক্যাপচা কোড লিখতে হবে
আপনার PAN-Aadhaar লিঙ্কিংয়ের স্থিতি পরীক্ষা করতে “Get Linking Status” এ ক্লিক করুন
আপনি স্ক্রিনে দেখতে পাবেন যে আপনার আধার প্যানের সাথে লিঙ্ক করা আছে কি না

আরও পড়ুন -  এবারের নির্বাচনে লড়েছেন একঝাঁক তারকা, জয়ী হওয়া তারকা প্রার্থীরা

প্রতীকী ছবি

Latest News

হাঁটুর বয়সী যুবক কাকিমার গোপন চাহিদা মেটালেন, এই শর্টফিল্ম একা একা দেখবেন

হাঁটুর বয়সী যুবক কাকিমার গোপন চাহিদা মেটালেন, এই শর্টফিল্ম একা একা দেখবেন ( Kakima's secret needs are met by...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img