30 C
Kolkata
Thursday, May 16, 2024

Online Aadhar Update: আধার কার্ডের তথ্য পরিবর্তন করতে চান, এই ৬ ধাপ মেনে চলুন

Must Read

আধার কার্ড হল একটি গুরুত্বপূর্ণ পরিচয় নথি, যাতে বায়োমেট্রিক ও জনসংখ্যা সংক্রান্ত তথ্যসহ সবার ব্যক্তিগত ডেটা থাকে। বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয় যেমন অনলাইন পরিষেবাগুলি নেওয়ার জন্য।

আপনার আধারে সংরক্ষিত বিশদগুলি অবশ্যই সঠিক হতে হবে ও আপডেট থাকতে হবে। অনেকেই এখন চান আধার কার্ডের বিশেষ কিছু তথ্য পরিবর্তন করতে। সেক্ষেত্রে আর কোনো অফিসে যেতে হবে না। আপনি বাড়িতে বসেই আধার কার্ডের তথ্য আপডেট করে নিতে পারেন।

আরও পড়ুন -  Money Making Tips: ৩০০০ টাকা বিনিয়োগ করে হবেন লাখপতি, সরকারের এই স্কিমে

কোনও কারণে আপনার আধারে আপনার নাম বা অন্যান্য বিবরণ পরিবর্তন করতে চান, তবে এটি কোনও ঝামেলা ছাড়াই করা যেতে পারে। কখনও কখনও আধার কার্ডে নামের বানান ভুলভাবে প্রবেশ করানো হয়, যা পরে পরিবর্তন করা যেতে পারে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) এই পরিবর্তনে সম্মতি দেয়। নাম, ঠিকানা, জন্ম তারিখ, ইমেল ঠিকানা, মোবাইল নম্বর এবং লিঙ্গ সম্পর্কের স্থিতি ইত্যাদি তথ্য পরিবর্তন করতে পারেন অনলাইনে।

আরও পড়ুন -  ‘Aadhaar Hackathon-2021’: ‘আধার হ্যাকাথন-২০২১’

কি করে করবেন? পড়ুন।

UIDAI এর সেল্ফ সার্ভিস আপডেট পোর্টাল (SSUP) https://ssup.uidai.gov.in/ssup/ খুলুন
‘লগইন’ এ ক্লিক করুন ও আপনার অনন্য ১২ সংখ্যার আধার নম্বর ও প্রদত্ত ক্যাপচা কোড লিখুন
তারপর ‘সেন্ড ওটিপি’-তে ক্লিক করুন ও আপনার আধারের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বরে পাঠানো ওটিপি লিখুন।

আরও পড়ুন -  Aadhaar Card: আধার কার্ড, বিনামূল্যে পরিষেবা পাওয়ার শেষ তারিখ ১৪ই মার্চ

লগইন করা হলে পরিষেবা ট্যাবের অধীনে ‘আপডেট আধার অনলাইন’ নির্বাচন করুন।

এখন ‘Proceed to Update Aadhaar’-এ ক্লিক করুন এবং আপনি যে বিবরণ পরিবর্তন করতে চান তা নির্বাচন করুন।

আধার কার্ডে আপনার বিদ্যমান নামটি আপনার স্ক্রিনে প্রদর্শিত হবে। আপনি সহায়ক নথি আপলোড করে আপনার নামে পছন্দসই পরিবর্তন করতে পারেন।

Latest News

Bhojpuri: রোমান্সের তুফান কাজল রাঘওয়ানির সঙ্গে খেসারি লাল যাদব, ভিডিওটি দারুন লোভনীয়

Bhojpuri: রোমান্সের তুফান কাজল রাঘওয়ানির সঙ্গে খেসারি লাল যাদব, ভিডিওটি দারুন লোভনীয়।  ভোজপুরী ভিডিও সং। ভোজপুরী ভিডিও সং: সংস্কৃতি, ঐতিহ্য এবং...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img