23 C
Kolkata
Friday, May 10, 2024

India-Australia: অস্ট্রেলিয়া স্পিন ঘূর্ণিতে কুপোকাত, আড়াই দিনেই শেষ টেস্ট

Must Read

নাগপুর টেস্ট মাত্র আড়াই দিনেই শেষ হয়ে গেল। সেটা শুধু পিচের জন্য নয়, ভারতীয়দের স্পিন ঘূর্ণিতে অস্ট্রেলিয়ার পতনের মূল কারণ। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং সব বিভাগেই অস্ট্রেলিয়াকে টেক্কা দিল ভারত।

ইনিংস এবং ১৩২ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে ১-০ এগিয়ে গেলেন রোহিত শর্মারা।

সদ্য চোট সারিয়ে মাঠে ফেরা জাদেজার ভেল্কিতে কুপোকাত অজিরা। পাঁচ উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসেও তারই পুনরাবৃত্তি। এবার অশ্বিনের শিকার পাঁচ উইকেট। প্রথম ইনিংসের চেয়েও দ্বিতীয় ইনিংসে শোচনীয় অবস্থা অস্ট্রেলিয়ার। মাত্র ৯১ রানে অলআউট হয়ে যায় প্যাট কামিন্সের দল। ব্যাটাররা চূড়ান্ত ব্যর্থ।

আরও পড়ুন -  জার্মানীর চ্যান্সেলর নির্বাচিত হওয়ার জন্য ওলাফ স্কোলজ-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ৩২১ রান ছিল ভারতের। ক্রিজে ছিলেন জাদেজা ও অক্ষর। তৃতীয় দিনের শুরুতে মাত্র ৪ রান যোগ করে ৭০ রানে আউট হন ভারতীয় অলরাউন্ডার। অন্যপ্রান্তে দায়িত্বশীল ইনিংস অক্ষরের। ৮৪ রান করেন তিনি। শেষদিকে গুরুত্বপূর্ণ ৩৭ রান যোগ করেন মোহাম্মাদ শামি। ৪০০ রানে শেষ হয় ভারতের ইনিংস। দীর্ঘ দেড় বছর পর টেস্টে শতরান করেন রোহিত শর্মা (১২০)।

আরও পড়ুন -  খেলো ইন্ডিয়া উদ্যোগের আওতায় উত্তর-পূর্বের রাজ্যগুলি সহ সারা দেশে প্রশিক্ষণের সুবিধার্থে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে : কিরেণ রিজিজু

প্রথম ইনিংসে জাদেজার দাপটে ১৭৭ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ২২৩ রানের লিড নেয় ভারত।

ভারতীয় স্পিন জুটি অস্ট্রেলিয়ার ব্যাটারদের কম্পন ধরিয়ে দেয়। উসমান খোয়াজাকে (৫) ফিরিয়ে প্রথম ধাক্কা দেন অশ্বিন। মাত্র ১০ রানে ডেভিড ওয়ার্নারকে ফেরান তিনিই। এরপর মার্নাস লাবুশেন (১৭) এবং অ্যালেক্স ক্যারি (১০) ছাড়া কেউ দুই অক্ষরের রানে পৌঁছতে পারেনি। ২৫ রানে অপরাজিত থাকেন স্টিভ স্মিথ। অশ্বিনের ক্যারম বল, ফ্লিপারে পর্যদুস্ত অজিরা। একে একে ফিরে যান ম্যাট রেনশ, পিটার হ্যান্ডসকোম্ব, প্যাট কামিন্সরা।‌ মাত্র ৯১ রানে অলআউট অস্ট্রেলিয়া।

আরও পড়ুন -  Ind vs Aus World Cup 2023: ফাইনাল ম্যাচের জন্য বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত ভারতীয় রেলের

ভারতের হয়ে অশ্বিন পাঁচ উইকেট নেন। জাদেজা, শামি দুটি করে উইকেট পান। অপরদিকে, অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক টেস্টে টড মার্ফির সাত উইকেট নেয়া কাজে আসলো না। ঘরের মাঠে অজিদের বিরুদ্ধে অন্যতম সেরা জয় ভারতের।

ছবিঃ সংগৃহীত

Latest News

Web Series: এই ওয়েব সিরিজে রয়েছে উত্তেজনা পরিপূর্ণ, একদম বাচ্চাদের সামনে দেখা যাবে না

Web Series: এই ওয়েব সিরিজে রয়েছে উত্তেজনা পরিপূর্ণ, একদম বাচ্চাদের সামনে দেখা যাবে না।  Web Series টি ১৮+উদ্ধের জন্য। ওয়েব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img