32 C
Kolkata
Monday, May 6, 2024

Virat Kohli: ইতিহাস গড়বেন কোহলি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে, এই দুর্দান্ত রেকর্ড করবেন

Must Read

টিম ইন্ডিয়া আগামী ৯ই ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে মাঠে নামবে।    নাগপুরের সবুজ গ্রাউন্ডে আসন্ন সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

 এই সিরিজে বিশ্ব ক্রিকেটে ইতিহাস গড়তে চলেছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি।
অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজে বিরাট কোহলি মাত্র ৬৪ রান সংগ্রহ করতে পারলেই দুর্দান্ত এই রেকর্ড নিজের নামে করবেন ভারতীয় রান মেশিন। জানিয়ে রাখি, বর্তমানে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তাদের মধ্যে এমন কোন ক্রিকেটার নেই যারা এই রেকর্ডের ধারেপাশে রয়েছেন। শচীন টেন্ডুলকারের পরে ভারতের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব অর্জন করতে চলেছেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।

আরও পড়ুন -  মোহনবাগান জয়ে ফিরল

অস্ট্রেলিয়ার বিপক্ষে নাগপুর টেস্ট ম্যাচে ৬৪ রান সংগ্রহ করলেই ব্যক্তিগত ২৫,০০০ হাজার রানের গন্ডি স্পর্শ করবেন বিরাট কোহলি।

 সব প্রকার আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে তার রান সংগ্রহের পরিমাণ ২৪,৯৩৬। বিরাট কোহলি একমাত্র সক্রিয় ক্রিকেটার যিনি এই রেকর্ড অর্জনের খুব কাছে দাঁড়িয়ে রয়েছেন।

আরও পড়ুন -  WTC Final 2023: রিকি পন্টিং করলেন ভবিষ্যৎবাণী, ভারতের এই তরুণ ক্রিকেটার ‘এক্স ফ্যাক্টর’ হবেন, WTC ফাইনাল

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা

*  শচীন টেন্ডুলকার (ভারত)- ৩৪,৩৫৭ রান
*  কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)- ২৮,০১৬ রান
*  রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)- ২৭,৪৮৩ রান
*  মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা)- ২৫,৯৫৭ রান
* জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা) – ২৫,৫৩৪ রান
*  বিরাট কোহলি (ভারত) – ২৪,৯৩৬ রান

আরও পড়ুন -  Symptoms: কেন বিপজ্জনক ? এর উপসর্গ কী ? `ওমিক্রন `

Latest News

ভালোবাসার আয়না

ভালোবাসার আয়না।  আয়না, তুমি কি দেখো আমার ভেতর, এই যে মুখ, এই যে চোখ, এই যে হাসি, এই যে অন্তরে লুকিয়ে থাকে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img