33 C
Kolkata
Thursday, May 2, 2024

Skin Dry: যে তেলটি ক্ষতিকর, শুষ্ক বা বেশি স্পর্শকাতর ত্বকে

Must Read

মুখে মাখার জন্য ইদানীং বিভিন্ন ধরনের অয়েল ব্যবহারের চল হয়েছে। শুধু ত্বকের ধরন নয়, ত্বকের সমস্যা অনুযায়ী আলাদা আলাদা তেল রয়েছে।

কমবয়সিদের মধ্যে ব্রণ কমানোর জন্য ‘টি ট্রি অয়েল’ বেশ জনপ্রিয়। এর থাকা সক্রিয় যৌগগুলি র‌্যাশ এবং ব্রণ কমায়।

স্পর্শকাতর ত্বকে ম্যাজিকের মতো কাজ করে এই টি ট্রি অয়েল। ত্বক বিশেষজ্ঞরাও টি ট্রি অয়েল ব্যবহার করার পরামর্শ দেন। ম্যাজিকের মতো কাজ করছে বলে অনেকেরই এই তেল অতিরিক্ত ব্যবহার করার প্রবণতা দেখা যায়। এতে ফল হিতে বিপরীত হয়। র‌্যাশ এবং ব্রণ কমাতে কোন অয়েলের উপর ভরসা করবেন তা হলে?

  • সরাসরি এই তেল ব্যবহার করবেন না। কোনও তেল, জল বা টোনারের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হবে।
  • এই অয়েল মেখে মুখ একেবারে ঘষবেন না।
  • অতিরিক্ত ব্যবহার না করা ভালো।
  • শরীরচর্চা করার আগে কিংবা পরে এই তেল ব্যবহার করবেন না।
  • ব্রণর চিকিৎসা চলাকালীন টি ট্রি অয়েল ব্যবহার নয়।
আরও পড়ুন -  খুব টাইট বডিকন পোশাকে oops moments এর শিকার অভিনেত্রী Nikki Tamboli, এই কাজ করলেন ক্যামেরার সামনে

 অন্য কিছু কি ব্যবহার করা যায়?

  • টি ট্রি অয়েল ব্যবহার না করে, নিমের তেল ব্যবহার করুন।
  • ব্রণ সারাতে অ্যান্টি ব্যাক্টেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল যৌগ সমৃদ্ধ হলুদের তেলও ব্যবহার করতে পারেন।
  • অ্যান্টিইনফ্ল্যামেটরি যৌগে সমৃদ্ধ দারচিনির তেল বা রোজমেরির তেলও ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন -  Hashim Amla retired: অবসরে গেলেন হাশিম আমলা, সব ধরণের ক্রিকেট থেকে

ছবিঃ প্রতীকী

Latest News

Bhojpuri: স্বপ্না চৌহানের সঙ্গে জমজমাট রোমান্স করলেন খেসারি লাল যাদব, ভিডিও হয়ে গেল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Bhojpuri: স্বপ্না চৌহানের সঙ্গে জমজমাট রোমান্স করলেন খেসারি লাল যাদব, ভিডিও হয়ে গেল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।  ভোজপুরী ভিডিও সং। সংস্কৃতি, ঐতিহ্য...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img