40 C
Kolkata
Monday, May 20, 2024

শীতের সবজি পালং শাক, বানিয়ে ফেলুন, পালং শাকের পাকোড়া

Must Read

পালং শাক শীতের সবজির মধ্যে অন্যতম। অত্যন্ত পুষ্টিকর ও উপকারী। পালং শাক রান্না বা ভাজি করে খাওয়া যায়। সালাদ কিংবা স্যুপ তৈরি হয়। অনেক কিছু বানানো যায় এই শীতে পালং শাক দিয়ে। যেমন,পাকোড়া হলে মন্দ হয় না। চলুন।

যা লাগবে 

পালং শাক- ১ আঁটি।

আরও পড়ুন -  ইলিশের ডিম

বেসন- ১ কাপ।

হলুদ গুঁড়ো- ১/২ চা চামচ।

লালমরিচের গুঁড়ো- ১ চা চামচ।

জিরে গুঁড়ো- ১/২ চা চামচ।

চাট মসলা- ১ চা চামচ।

লবণ, পরিমাণমতো।

বেকিং পাউডার- ১ চা চামচ।

তেল অতি অল্প ভাজার জন্য।

তৈরি করবেন

কচি ও সতেজ পাতাগুলো বেছে ধুয়ে কুচি করে নিতে হবে। বড় পাত্রে শাকের সঙ্গে বেসন, বেকিং পাউডার, লবণ, হলুদ গুঁড়ো,  জিরে গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর সঙ্গে

আরও পড়ুন -  গরমে সতেজ থাকুন

পরিমাণমতো জল দিয়ে গোলা তৈরি করে নিন। মিশ্রণটি যেন বেশি পাতলা না হয়।

কড়াইতে তেল গরম করতে দিন। এখন সেই মিশ্রণ থেকে পাকোড়ার আকৃতিতে তৈরি করে তেলে ছাড়ুন। অল্প আঁচে সোনালি করে ভেজে, তারপর তুলে ফেলুন। পাকোড়ার বাড়তি তেলে ঝেড়ে ফেলার জন্য ভেজে কিচেন টিস্যুতে রাখুন। গরম গরম পালং শাকের পাকোড়া সস দিয়ে খেয়ে দেখুন।

আরও পড়ুন -  Journalist Killed: আল-জাজিরার সাংবাদিক নিহত, ইসরায়েলি সেনাদের গুলিতে

ছবিঃ সংগৃহীত।

Latest News

Web Series: বোল্ড ওয়েব সিরিজ রিলিজ হলো, এই দৃশ্য দেখলে চোখ বন্ধ রাখতে হবে

Web Series: বোল্ড ওয়েব সিরিজ রিলিজ হলো, এই দৃশ্য দেখলে চোখ বন্ধ রাখতে হবে। Web Series টি ১৮+উদ্ধের জন্য। ওয়েব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img