30 C
Kolkata
Sunday, May 5, 2024

Qatar World Cup-2022: শুরুর আগেই শেষ হয়ে গেল সেনেগাল ফরোয়ার্ডের কাতার বিশ্বকাপ, সাদিও মানের

Must Read

 অনিশ্চয়তা আগে থেকেই ছিলো সাদিও মানের ইনজুরি ঘিরে। শঙ্কা সত্যি হলো। হাঁটুর চোট সারাতে অস্ত্রোপচার করতে হবে। তাই শুরুর আগেই শেষ হয়ে গেল সেনেগাল ফরোয়ার্ডের কাতার বিশ্বকাপ। বুন্ডেসলিগায় ভার্ডার ব্রেমেনের বিপক্ষে বায়ার্ন মিউনিখের ৬-১ গোলে জয়ের ম্যাচে হাঁটুতে চোটে পান। বেশ কিছুক্ষণ সাইডলাইনে তাকে প্রাথমিক চিকিৎসা করা হয়। শেষ পর্যন্ত বায়ার্ন তারকা নিজ পায়ে উঠে দাঁড়ালেও খেলা চালিয়ে যেতে পারেননি।

আরও পড়ুন -  টেনে-হিঁচড়ে বের করা হয় মরদেহ, মডেলকে হত্যার পর

সেনেগাল কোচ আলিয়ু সিসে বিশ্বকাপে মানেকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন। গত মঙ্গলবার ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়, শুরুতে একাধিক ম্যাচে খেলতে পারবেন না মানে।

আরও পড়ুন -  Stadium 974: এখন শুধু সময়ের অপেক্ষা, স্টেডিয়াম ৯৭৪ ইতিহাস হতে চলেছে!

বৃহস্পতিবার আরও পরীক্ষা-নিরীক্ষা করালে ধরা পড়েছে, চোট সারিয়ে তুলতে অবশ্যই অস্ত্রোপচার করাতে হবে। শেষ হয়ে যায় সেনেগালের সবচেয়ে বড় তারকার বিশ্বকাপ খেলার সম্ভাবনা।

আগামী রবিবার পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। শেষ মুহূর্তে মানের ছিটকে পড়া সেনেগালের জন্য বিশাল এক ধাক্কা। ছবিঃ সংগৃহীত।

আরও পড়ুন -  Qatar World Cup-2022: বেনজেমা ছিটকে গেলেন, দুঃসংবাদ ফ্রান্স শিবিরে

Latest News

সেই আমি আমার মতো

সেই আমি আমার মতো।  আমার স্বপ্ন জ্বলে। চিরকাল পালন করি, আমি স্বপ্ন দেখি। চিরকাল পালন করি,আমি স্বপ্ন দেখি, মনের কথা বলে, কবিতা...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img