31 C
Kolkata
Tuesday, May 14, 2024

Prime Minister Rishi Sunak: প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ব্রিটেনের বৈদেশিক সাহায্য ২ বছরের জন্য স্থগিত করছেন

Must Read

 নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক অতিরিক্ত দুই বছরের জন্য দেশের বৈদেশিক সহায়তার বাজেট স্থগিত করার কথা ভাবছেন।

সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

বিদেশী সাহায্যের জন্য ব্রিটেনের ব্যয় জাতীয় আয়ের ০.৫ শতাংশ নির্ধারণ করা হয়। করোনভাইরাস মহামারীজনিত কারণে সরকারী অর্থায়নে একটি বিশাল আঘাতের মুখোমুখি হওয়ায় সরকার দুই বছর আগে তার বৈদেশিক সহায়তা ব্যয় হ্রাস করেছিল।

আরও পড়ুন -  Jojo Mukherjee: ফেসবুক পোস্টে ক্ষোভ জানালেন গায়িকা জোজো, বিভ্রান্তিকর তথ্য তাঁর সম্বন্ধে

তখন ব্রিটেনের অর্থমন্ত্রী ছিলেন ঋষি সুনাক। গত বছর তিনি বলেছিলেন, ২০২৪-২৫ সালের মধ্যে বিদেশি ব্যয় মোট অর্থনৈতিক উৎপাদনের শূন্য দশমিক ৭ শতাংশে পৌঁছাবে।

যুক্তরাজ্যের ট্রেজারি মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, শরৎকালীন বিবৃতিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও চ্যান্সেলর সব ধরনের ব্যয়ের সিদ্ধান্ত বিবেচনা করবেন।

আরও পড়ুন -  দশম ও দ্বাদশ রাজ্যের স্কুল থেকে পাশ করলে, তবেই মিলবে সরকারি চাকরি

টেলিগ্রাফের প্রতিবেদন অনুসারে, কর্মকর্তারা বিদেশী সহায়তা ব্যয় আরও দুই বছর অথাৎ ২০২৬-২৭ সাল পর্যন্ত বাড়ানোর কথা বিবেচনা করছেন।

প্রতিবেদনটি এমন এক সময়ে আসে যখন সরকার ব্যয় কমিয়ে এনেছে এবং কর হ্রাস বাতিল করেছে। কারণ বন্ধকী, খাদ্য, জ্বালানী এবং জীবনযাত্রার ব্যয়ের ক্রমবর্ধমান বৃদ্ধির করণে হিমশিম খাচ্ছে ব্রিটেনবাসী।

আরও পড়ুন -  Prime Minister Rishi Sunak: রাজা চার্লস, ঋষি সুনাককে প্রধানমন্ত্রী নিযুক্ত করলেন

সূত্রঃ রয়টার্স, ছবিঃ সংগৃহীত।

Latest News

East West Metro: চাকরির সুবর্ণ সুযোগ ইস্ট ওয়েস্ট মেট্রোতে, আবেদন করুন এই ভাবে

East West Metro: চাকরির সুবর্ণ সুযোগ ইস্ট ওয়েস্ট মেট্রোতে, আবেদন করুন এই ভাবে।  কলকাতার মেট্রোর ইস্ট ওয়েস্ট (East West Metro)...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img