33 C
Kolkata
Sunday, May 5, 2024

Belgium: বেলজিয়াম, উয়েফা ন্যাশনস লিগে, গোলের বন্যায় ভাসিয়ে দিলো পোল্যান্ডকে

Must Read

 ফিফা র‍্যাংকিংয়ের দুই নাম্বার দল বেলজিয়াম। দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ালো ডি ব্রুইন-হ্যাজার্ডরা। এটাকে অবশ্য শুধু ঘুরে দাঁড়ানো বললে চলবে না,নিজেদের মাটিতে পোল্যান্ডকে রীতিমত উড়িয়ে দিয়েছে ৬-১ গোলে।

দুই দলই মাঠে নেমেছিলো পূর্ণশক্তি নিয়েই। ঘরের মাঠে বেশ গোছালো ফুটবলও উপহার দেয় বেলজিয়াম। কিন্তু গোল মিসের মহড়ায় দর্শকদের বারবার হতাশ করেন বেলজিয়াম।

ম্যাচের ২৮ মিনিটে এসে প্রথম গোল পায় পোল্যান্ড। রবার্ট লেভান্ডভস্কির দারুণ ফিনিশিংয়ে এগিয়ে যায় পোলিশরা। তবে ম্যাচে পোল্যান্ডের সুখস্মৃতি বলতে এটুকুই। প্রথম ম্যাচে হেরে বিপর্যস্ত বেলজিয়াম, এই ম্যাচেও প্রথমে গোল খেয়ে ব্যাকফুটে হ্যাজার্ডের দল। তখনই যেন জ্বলে উঠে বেলজিয়াম। এরপর যা হলো সেই স্মৃতি হয়তো ভুলেই যেতে চাইবেন পোল্যান্ডের ফুটবলাররা।

আরও পড়ুন -  কাতারের নিয়ম ভাঙলেন, আবেগ চেপে রাখতে পারলেন না বেলজিয়াম গোলরক্ষক

শেষদিকে বেলজিয়ামকে সমতায় ফেরান অ্যাক্সেল উইটসেল। ৪২তম মিনিটে টিমোথি কাস্টেনের বাড়ানো পাসে বক্সের বাইরে থেকে ডান পায়ের নিচু শটে বল জালে জড়ান উইটসেল।

বিরতি থেকে ফিরে যেন জাদুমন্ত্র বলেই আরও ভয়ংকর হয়ে ওঠে বেলজিয়াম। দ্বিতীয় হাফে গুনে গুনে পাঁচ গোল দেয় পোল্যান্ডেকে। ৫৯ মিনিটে হ্যাজার্ডের পাস থেকে দলকে ২-১ এ এগিয়ে নেনে ডি ব্রুইন। ৭৩ মিনিটে দলকে ৩-১ গোলের লিড এনে দেন লিয়েন্দ্রো ট্রসার্ড। ৮০ মিনিটে নিজের জোড়া গোলের সাথে দলকে ৪-১ এ এগিয়ে নেন ট্রসার্ড।

আরও পড়ুন -  Qatar World Cup: কাতার বিশ্বকাপে পোল্যান্ড, সুইডেনকে হারিয়ে

মিনিট তিনেক পরেই আবারও বেলজিয়ামের গোল উৎসব। লিয়েন্ডার ডেন্ডনকারের গোলে ব্যাবধান ৫-১ করে বেলজিয়াম।

অবশেষে ৬-১ গোলের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে বেলজিয়াম। এদিকে গ্রুপের আরেক ম্যাচে শেষ মুহুর্তের রোমাঞ্চে ওয়েলসকে ২-১ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান ধরেই রাখলো নেদারল্যান্ড। আর দ্বিতীয় ম্যাচের জয়ে দুই ম্যাচে ১ জয় ও ১ হারে নিয়ে দুই নাম্বারে আছে বেলজিয়াম।

আরও পড়ুন -  UN: দেশ ছেড়েছেন ৩০ লাখের বেশি ইউক্রেনীয়, জাতিসংঘ

Latest News

সেই আমি আমার মতো

সেই আমি আমার মতো।  আমার স্বপ্ন জ্বলে। চিরকাল পালন করি, আমি স্বপ্ন দেখি। চিরকাল পালন করি,আমি স্বপ্ন দেখি, মনের কথা বলে, কবিতা...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img