31 C
Kolkata
Tuesday, May 14, 2024

‘JK 1971’: বিমান ছিনতাইয়ের এক ঝলক, ‘জেকে ১৯৭১’

Must Read

 মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষকে সহায়তার জন্য ফরাসি যুবক জ্যঁ কুয়ে ছিনতাই করেছিলেন ‌পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের একটি বিমান। দাবি ছিল, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের জন্য ২০ টন ওষুধ ও চিকিৎসাসামগ্রী ওই বিমানে তুলে দিতে হবে এবং তাহলেই কেবল মুক্তি পাবে বিমানের সব যাত্রী। এই ঘটনা নিয়েই নির্মাণ হয়েছে সিনেমা ‘জেকে ১৯৭১’। এটি পরিচালনা করেছেন ফাখরুল আরেফিন খান।সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিনেমাটির টিজার।

আরও পড়ুন -  Ritavhari Chakraborty: ঋতাভরী প্রেমের ক্ষেত্রে বেশ সাহসী

সিনেমাটি প্রসঙ্গে ফাখরুল আরেফিন খানের কথা, ‘আমরা প্রথম বিশ্বযুদ্ধের, দ্বিতীয় বিশ্বযুদ্ধের, আফগান যুদ্ধ এমনকি সোমালিয়ার যুদ্ধ নিয়ে নির্মিত সিনেমা দেখি। কিন্তু আন্তর্জাতিক দর্শকদের দেখানোর জন্য ইংরেজিতে আমাদের দেশের মুক্তিযুদ্ধের কোনও সিনেমা নেই। তাই আমরা এই সিনেমাটি বানানোর সিদ্ধান্ত নিলাম। এরই মধ্যে আমরা ছবির সব কাজ শেষ করেছি। তারই ধারাবাহিকতায় আমরা ছবির টিজার প্রকাশ করলাম। আশা করছি, খুব শিগগিরই ছবিটির মুক্তির বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব।’

আরও পড়ুন -  Akshay Tritiya: জলপাইগুড়ি জেলা সহ ময়নাগুড়ির ব্লকে পালন হল অক্ষয় তৃতীয়া'র পুজো

গড়াই ফিল্মসের ব্যানারে নির্মিত এ সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন টলিউডের সৌরভ শুভ্র দাশ।  বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন,মার্কিন যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড এবং রাশিয়ান অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো ও অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি, টলিউডের সব্যসাচী চক্রবর্তী ও ইন্দ্রানীলসহ আরও প্রায় ৩৬ জন শিল্পী।

আরও পড়ুন -  রোমান্সে ভরপুর প্রতি মুহূর্তে, সম্পূর্ণ বিনামূল্যে সাহসী ওয়েব সিরিজ (Hot Web Series)

Latest News

Web Series: পরিবারের সঙ্গে একদম এই ওয়েব সিরিজটি দেখা যাবে না, লজ্জার সীমানা পার

Web Series: পরিবারের সঙ্গে একদম এই ওয়েব সিরিজটি দেখা যাবে না, লজ্জার সীমানা পার।  Web Series টি ১৮+উদ্ধের জন্য। ওয়েব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img