33 C
Kolkata
Sunday, May 5, 2024

Water Wastage: জল অপচয় বন্ধ করার বার্তা দেন অমিত গুপ্তা, জলের সমস্যা মেটাতে

Must Read

 নিজস্ব প্রতিনিধি, উঃ ২৪ পরগণাঃ  পৌর এলাকার জলের সমস্যা মেটাতে কল লাগিয়ে নাগরিকদের সচেতন করলেন জল দফতরের পারিষদ অমিত গুপ্তা।ভাটপাড়া পৌরসভার জল বিভাগের দায়িত্ব বুঝে নেওয়ার পরেই কাজে নেমে পড়েছেন ভাটপাড়ার যুব নেতা তথা পুরসভার জল বিভাগের পারিষদ অমিত গুপ্তা।এর আগে পৌরসভার আধিকারিকদের তলব করে আচমকা ভিজিটে বেরোতে দেখা গিয়েছিল খোদ পারিষদকেই ।ভাটপাড়া পৌর নাগরিকদের পানীয় জলের সুবন্দোবস্ত বিষয়গুলি খতিয়ে দেখতে একেবারে জগদ্দল- ভাটপাড়া ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে হাজির হয়েছিলেন তিনি।এবার জলের অপচয় বন্ধ করতে ভাটপাড়া পৌরসভার পৌর কর্মীদের সঙ্গে নিয়ে এলাকা পরিদশনে বেরোলেন অমিত গুপ্তা।আজ পৌরসভার ১৮ নং ওয়ার্ডে কাউন্সিলর সুনীতা সিং কে সঙ্গে নিয়ে জগদ্দল মেঘনা এলাকার সমস্ত কলে ঝালাই এর ব্যবস্থা করার কাজ করা হয়।সেখানে দাড়িয়েই অমিত বাবু বলেন, পৌরসভার এই কাজের পাশাপাশি জল অপচয় বন্ধ করতে সাধারণ মানুষ কেও সচেতন হতে হবে। সেকারণেই তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে জল অপচয় বন্ধ করার বার্তা দেন।

আরও পড়ুন -  এক কাপ তৃপ্তিদায়ক চা সহযোগে সুট্টা বার খড়গপুরে তাদের নতুন ফ্র্যাঞ্চাইজি আউটলেটটি খুলল

Latest News

সেই আমি আমার মতো

সেই আমি আমার মতো।  আমার স্বপ্ন জ্বলে। চিরকাল পালন করি, আমি স্বপ্ন দেখি। চিরকাল পালন করি,আমি স্বপ্ন দেখি, মনের কথা বলে, কবিতা...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img