30 C
Kolkata
Wednesday, May 15, 2024

বিশ্বপ্রতিবন্ধী দিবসে আসানসোল আনন্দম নামে প্রতিবন্ধীদের শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে রেলির আয়োজন

Must Read

টুঙ্কা সাহা, আসানসোলঃ  বিশ্বপ্রতিবন্ধী দিবসে আসানসোল আনন্দম নামে প্রতিবন্ধীদের শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে রেলির আয়োজন। উপস্থিত পৌরপ্রশাসক।

আসানসোলে প্রতিবন্ধী দিবসের দিন আসানসোল এক প্রতিবন্ধীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান আসানসোল আনন্দম নামে এক শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে এক প্রতিবন্ধী ছাত্র ও ছাত্রী সহ অভিভাবক ও শিক্ষক শিক্ষিকা দের নিয়ে এক রেলীর আয়োজন করা হয়!

আরও পড়ুন -  বাড়ির কুয়োর ভেতর থেকে উদ্ধার বৃদ্ধার মৃতদেহ

আসানসোলের রবীন্দ্রভবনের সামনে থেকে এই রেলী টি শুরু হয়!এই রেলি অনুষ্ঠানটির শুভসূচনা করেন আসানসোল পৌরনিগমের পৌরপ্রশাসক অমরনাথ চ্যাটার্জী একই সাথে এই রেলির মধ্যে পৌরপ্রশাসক অমরনাথ চ্যাটার্জী নিজেও পা মেলান!

আরও পড়ুন -  UN: ৮ লাখ মানুষ পালাতে পারে সুদান ছেড়েঃ সতর্ক করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা

সাথে এই রেলিতে যে সব প্রতিবন্ধী ছাত্র ছাত্রীরা হাঁটাচলা করতে পারেনা তাঁদের হুয়েলচেয়ার ঠেলতে দেখাযায় অমরনাথ চ্যাটার্জীকে

!একই সাথে পৌরপ্রশাসক অমরনাথ চ্যাটার্জী বলেন যে আজকে ক্ষুদিরাম বসুর জন্মদিন তাই এইদিনটি কে শহীদ দিবস হিসাবে পালন করার আবেদন রাখেন!

Latest News

Web Series: পরিবারের সঙ্গে একদম এই ওয়েব সিরিজটি দেখা যাবে না, লজ্জার সীমানা পার

Web Series: পরিবারের সঙ্গে একদম এই ওয়েব সিরিজটি দেখা যাবে না, লজ্জার সীমানা পার।  Web Series টি ১৮+উদ্ধের জন্য। ওয়েব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img