33 C
Kolkata
Thursday, May 16, 2024

UN: ৮ লাখ মানুষ পালাতে পারে সুদান ছেড়েঃ সতর্ক করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা

Must Read

৮ লাখেরও বেশি মানুষ পালিয়ে যেতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা সুদানে চলমান সংঘাতের কারণে। যদিও লড়াইরত দুই বাহিনী একদিন আগে আবারও যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সুইজারল্যান্ডের জেনেভায় এক ব্রিফিংয়ে ইউএনএইচসিআরের শরণার্থী বিষয়ক সহকারী হাই কমিশনার রাউফ মাজউ বলেছেন, সকল সংশ্লিষ্ট সরকার ও অংশীদারদের সঙ্গে পরামর্শ করে আমরা ৮ লাখ ১৫ হাজার লোকের একটি পরিসংখ্যানে পৌঁছেছি যারা সুদান থেকে সাতটি প্রতিবেশী দেশে পালিয়ে যেতে পারে।

আরও পড়ুন -  Omicron: ‘ঠাণ্ডার ভাইরাসের যোগ’, নতুন তথ্যে, ওমিক্রন

সুদানে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ইতোমধ্যেই প্রায় ৭৩ হাজার মানুষ সুদান ছেড়েছেন।

আল জাজিজার প্রতিবেদনে বলা হয়েছে, পালিয়ে যেতে পারে এমন মানুষের মধ্যে ৫ লাখ ৮০ হাজার সুদানি নাগরিক এবং অন্যরা শরণার্থী।

আরও পড়ুন -  Weather Forecast: কালবৈশাখীর দাপট দক্ষিণবঙ্গে, ঘন্টায় ৫০ কিমি বেগে ঝড় এই সব জেলায়

জাতিসংঘ বলছে, গত ১৫ এপ্রিল শুরু হওয়া লড়াইয়ের পর থেকে সুদানে ইতোমধ্যেই মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান ও আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর কমান্ডার মোহাম্মদ হামদান দাগলোর মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত পাঁচ শতাধিক মানুষ নিহত,  হাজার হাজার মানুষ আহত হয়েছে।

আরও পড়ুন -  Ushasi-Nikhil: ঊষসীর সাথে নাম জড়ালো নিখিল জৈনের, নুসরাত ও সৌরসেনীর পর

এছাড়া সুদানি নাগরিক যুদ্ধ থেকে পালাতে চাইলেও এর জন্য প্রয়োজনীয় স্ফীত ব্যয় বহন করতে অক্ষম। এই কারণে খাদ্য এবং জল ঘাটতি, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের মধ্যেও নিজেদের বাড়িতেই কার্যত অবস্থান করছেন।

ছবিঃ সংগৃহীত

Latest News

Bhojpuri: রোমান্সের তুফান কাজল রাঘওয়ানির সঙ্গে খেসারি লাল যাদব, ভিডিওটি দারুন লোভনীয়

Bhojpuri: রোমান্সের তুফান কাজল রাঘওয়ানির সঙ্গে খেসারি লাল যাদব, ভিডিওটি দারুন লোভনীয়।  ভোজপুরী ভিডিও সং। ভোজপুরী ভিডিও সং: সংস্কৃতি, ঐতিহ্য এবং...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img