32 C
Kolkata
Tuesday, April 30, 2024

Nigeria: তেল শোধনাগারে বিস্ফোরণে, নিহত ২৫ নাইজেরিয়ায়

Must Read

 অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে নাইজেরিয়ায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে ছড়িয়ে পড়া আগুন থেকে এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছেন।

গত শুক্রবার রিভারস প্রদেশে এই ঘটনা ঘটে বলে রবিবার (২৪ অক্টোবর) খবর প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।

আরও পড়ুন -  Boat Sinking: নৌকা ডুবে ২৯ জনের মৃত্যু, নাইজেরিয়ায়

নাইজেরিয়ার রিভারস প্রদেশের কমিউনিটি নেতা ইফেয়ানি ওমানো রয়টার্সকে বলেছেন, ‘বিস্ফোরণ ও আগুনের ঘটনায় নিহতের সংখ্যা অনেক বেশি। আমরা ২৫টি মৃতদেহ গুনেছি। মারা যাওয়া ব্যক্তিদের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মধ্যে কয়েকজন শিশু ও অল্পবয়সীও রয়েছে।’

রিভারস প্রদেশের স্থানীয় বাসিন্দা ইফেয়ানি ওমানো এবং চিকওয়েক গোদউইন জানিয়েছেন, শুক্রবার খুব ভোরে অবৈধ ওই তেল শোধনাগারে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকটি সম্প্রদায়ের মানুষও নিহত হয়েছেন।

আরও পড়ুন -  Chittagong Test: টাইগারদের জয়ের জন্য প্রয়োজন, আরও ৪৭১ রান

রয়টার্স জানিয়েছে, তেল শোধনাগারে বিস্ফোরণের ঘটনা স্থানীয় পুলিশের একজন মুখপাত্র নিশ্চিত করলেও নিহতের সংখ্যা প্রকাশ করেননি।

উল্লেখ্য, অবৈধ শোধনাগারে তেল পরিশোধনের বিষয়টি নাইজেরিয়ার তেল-সমৃদ্ধ ডেল্টা অঞ্চলে খুবই সাধারণ ব্যাপার। অতিরিক্ত লাভের আশায় ওই অঞ্চলের অনেকেই অবৈধভাবে এসব কাজ করে থাকেন। নাইজেরিয়া আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ। সূত্রঃ  রয়টার্স

আরও পড়ুন -  পশ্চিমবঙ্গে জাতীয় প্রাণী সম্পদ মিশনের বর্তমান পরিস্থিতি

Latest News

Muskan Baby: মুসকান বেবি হলুদ স্যুটে দর্শকদের নাচিয়ে দিলেন এই কায়দায়, সেই দেখে ভক্তরা হলেন পাগল

Muskan Baby: মুসকান বেবি হলুদ স্যুটে দর্শকদের নাচিয়ে দিলেন এই কায়দায়, সেই দেখে ভক্তরা হলেন পাগল।  হরিয়ানভি নাচ: এই ঐতিহ্যের মধ্যে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img