37 C
Kolkata
Saturday, May 18, 2024

Football Legend: নিতে হবে কেমোথেরাপি, ছাড়া পেয়েছেন ফুটবল কিংবদন্তি পেলে

Must Read

 গতকাল ছাড়া পেয়েছেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে। বৃহদান্ত্রের টিউমার অস্ত্রোপাচারের মাধ্যমে অপসারণ করা হলেও ৮০ বছর বয়সী এই মহাতারকাকে এখন নিয়মিত কোমথেরাপি গ্রহণ করতে হবে। রুটিন চেকআপ করাতে গিয়ে দেহে টিউমার শনাক্ত হওয়ায় ৩১ আগস্ট সাওপাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হন পেলে। ৪ সেপ্টেম্বর তার দেহে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে অবশ্য তার অবস্থা স্থতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন -  Multiple Corruption: একাধিক দুর্নীতির অভিযোগ, প্রধানসহ ডায়মন্ডহারবার ১ ব্লক যুব সভাপতির বিরুদ্ধে

হাসপাতাল কর্তৃপক্ষ ‘ক্যান্সার’ শব্দটি ব্যবহার করতে অনীহা প্রকাশ করলেও তাদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়মিত কেমোথেরাপি নিতে হবে পেলেকে। নিজের ফেসবুক একাউন্টে পেলে লিখেছেন, ‘বাড়ি ফিরতে পেরে আমি খুশি। আলবার্ট আইনস্টাইন হাসাপাতালের পুরো টিমকে ধন্যবাদ জানাতে চাই। যারা আমাকে চমৎকার অভ্যর্থনা জানিয়েছিল এবং আমার থাকার জন্য মনোরম পরিবেশ তৈরি করে দিয়েছিল। যারা দূর থেকে ভালোবাসার বার্তা পাঠিয়ে আমার জীবনকে পূর্ণ করছেন, তাদেরকেও ধন্যবাদ।’

আরও পড়ুন -  Pele: ফুটবল সম্রাট, শেষবার সান্তোসে ফিরছেন

 সেরা ফুটবলার হিসেবে বিবেচিত পেলে সাম্প্রতিক সময়ে নানান শারিরীক জটিলতায় ভুগছেন এবং বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের পর বছর ধরে নিতম্বের সমস্যায় ভুগছেন এবং সাহায্য ছাড়া চলাফেরা করতে পারেন না তিনি।ব্রাজিলের হয়ে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপ জেতা পেলের ৯২ ম্যাচে ৭৭ গোল এখনও দেশটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা।  সূত্রঃ কালের কণ্ঠ

আরও পড়ুন -  কোটের বোতাম খুলে সৌন্দর্য দেখিয়েছে অজয় দেবগনের ‘কন্যা’, আলোড়ন সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায়

Latest News

Web Series: পুত্রবধূ বাড়িতে একলা থাকায় সম্পর্কে জড়ালেন শ্বশুর, এই ভিডিওটি একদম একলা দেখবেন

Web Series: পুত্রবধূ বাড়িতে একলা থাকায় সম্পর্কে জড়ালেন শ্বশুর, এই ভিডিওটি একদম একলা দেখবেন।  Web Series টি ১৮+উদ্ধের জন্য। ওয়েব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img