31 C
Kolkata
Friday, May 17, 2024

Short Film Festival: ১৩তম আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব

Must Read

 ১৩তম আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (DUFS) আয়োজিত এই উৎসবের ত্রয়োদশ আয়োজনের সহযোগিতায় ছিল জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (UNHCR)।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্সে এবারের আসরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামাল এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বাংলাদেশ প্রতিনিধির পক্ষে ইউএনএইচসিআর(UNHCR) বাংলাদেশের সিনিয়র প্রটেকশন অফিসার, সুভাস উস্তে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমি অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি যে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে একটি আধুনিক অ্যামিনেশন ল্যাব সেন্টার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি।’ ৪০টি বিশ্ববিদ্যালয় পর্যায়ের অ্যানিমেশন ল্যাব সেন্টার তৈরি এবং হাজার তরুণদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন -  Saayoni Ghosh: কি বললেন সায়নী ? শাঁখা-সিঁদুর পড়ে ছবি পোস্ট করার পর

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদে একটি ‘জহির রায়হান স্টুডেন্ট ফিল্ম ল্যাব’ স্থাপনে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের তত্ত্বাবধানে এই ল্যাবটিতে তরুণ শিক্ষার্থী ও চলচ্চিত্র নির্মাতারা সিনেমা বানানোর ক্ষেত্রে তাদের দক্ষতা বাড়িয়ে তোলার সুযোগ পাবেন। এছাড়া, ইউএনএইচসিআরের প্রতিনিধিদের সঙ্গে রোহিঙ্গা শরণার্থী শিবিরে শিশুদের কম্পিউটার প্রশিক্ষণের বিষয়টি নিয়েও তিনি কথা বলেছেন বলে জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘শরণার্থীদের ওপর হওয়া নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে আমাদের শিক্ষার্থীরা আওয়াজ তুলবে এটাই আমার প্রত্যাশা। চলচ্চিত্র, ছবি- এগুলো অত্যন্ত গভীর গুরুত্ব বহন করে। ইতিহাসকে তুলে ধরে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ধরনের একটি বড় উৎসবের আয়োজন করছে এতে আমরা গর্বিত। ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের এই ধরনের আয়োজনের আরও বিস্তৃত সমর্থন দেবে।’

আরও পড়ুন -  100 Crore Doses: ১০০ কোটি ডোজ দেওয়ায় চিকিৎসক ও নার্সদের প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা প্রকাশ

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাহিদ ভূঞা বলেন, ‘কোভিড-১৯ মহামারিতে এই ধরনের আন্তর্জাতিক উৎসব আয়োজন করা সহজ ছিল না। মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আমাদের অভিভাবক ও শিক্ষক মাকসুদ কামাল স্যার এবং ইউএনএইচসিআরের প্রতিনিধিদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।’

 বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার প্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হল- জহির রায়হান বেস্ট শর্ট- আফটার ক্লাস। পরিচালক- চার্লস্‌ জিউঝি ডঙ (যুক্তরাষ্ট্র) তারেক মাসুদ বেস্ট ইমার্জিং ডিরেক্টর- লটারী। পরিচালক- কে এম কনক (বাংলাদেশ) শর্ট ফিল্ম অন রিফিউজি বিজয়ী- ম্যাচস্টিক। পরিচালক- মাহমুদ আহমেদ (ফিলিস্তিন) শর্ট ফিল্ম অন রিফিউজি রানারআপ- ফ্রেমস। পরিচালক- জাফর ইয়রগার্ন্সি (তুরস্ক) এছাড়াও অন্যান্য বিভিন্ন ক্যাটাগরিতে অনারেবল মেনশন লাভ করেছে- হোয়েন দ্যা সাইলেন্স কাম্‌স (তাইওয়ান)। পরিচালক- চাং চুন-তিং দ্যা সিরামিস্ট (ইউক্রেন)। পরিচালক- নিকিতা ক্যাসেল অটাভা (স্লোভেনিয়া)। পরিচালক- লানা ব্রিগার দ্যা ম্যান হু ফরগট টু ব্রিথ (ইরান)। পরিচালক- সামান হোসাইনূর ওয়াল অব কাইন্ডনেস (ইরান)। পরিচালক – হামিদরেজা হিদাজি।

আরও পড়ুন -  Web Series: দরজা বন্ধ করুন তারপর দেখবেন, ‘উল্লু’তে রিলিজ হল সাহসী ওয়েব সিরিজ

উল্লেখ্য ,‘Take your camera, frame your dream’ শিরোনামে আন্তর্জাতিক আন্তঃ বিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র (IIUSFF) উৎসব ২০০৭ সালে যাত্রা শুরু করে। মূলত বিশ্বব্যাপী তরুণ নির্মাতাদের সৃজনশীলতাকে বড় পর্দায় দর্শকের কাছে তুলে ধরার উদ্দেশ্য থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ উৎসবটি আয়োজন করে থাকে।

Latest News

Muskan Baby Dance: টাইট পোশাকে দুরন্ত নাচ দেখালেন মুসকান বেবি, ফিদা দর্শকরা

Muskan Baby Dance: টাইট পোশাকে দুরন্ত নাচ দেখালেন মুসকান বেবি, ফিদা দর্শকরা। সোশ্যাল মিডিয়া বর্তমান সময়ে হচ্ছে জাদুকাঠি। যার সহযোগিতায়...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img