30 C
Kolkata
Sunday, May 5, 2024

প্রায় ১৯ হাজার অ্যাপ থেকে, আপনার তথ্য চুরি হতে পারে !

Must Read

গুগল প্লে স্টোরের অন্তত ১৯ হাজার ৩০০টি অ্যাপ ঝুঁকিপূর্ণ হিসেবে গণ্য হচ্ছে। ডিজিটাল সুরক্ষা সংস্থা অ্যাভাস্টের দাবি, এসব অ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস করতে দিতে পারে।

অ্যাভাস্টের পরিসংখ্যান অনুযায়ী, ১০ শতাংশেরও বেশি অ্যাপের (১৯,৩০০) ক্ষেত্রে দেখা গেছে, সেগুলোর ফায়ারবেস উন্মুক্ত রয়েছে। অ্যাপ ডেভেলপারদের মিস-কনফিগারেশনের কারণেই এমনটা হয়েছে।

আরও পড়ুন -  নিরহুয়া-আম্রপালি এখনও পর্যন্ত সুপার জুটি, সুপারহিট সিনেমার সুপার হিট গান

লাইফস্টাইল, গেমিং, মেল, খাবার ডেলিভারি ও ওয়ার্ক-আউট-সহ বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাপের ক্ষেত্রে এই বিপদ চোখে পড়েছে। ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং লাতিন আমেরিকাসহ বিশ্বজুড়ে সেই সমস্যা ধরা পড়েছে।

আরও পড়ুন -  Prosenjit-Rachna: প্রসেনজিৎ-রচনা শেয়ার করলেন, নিজেদের পছন্দ

এই সমস্যা যদি আসলেই সত্যি হয়, তাহলে ব্যবহারকারীদের তথ্য ফাঁস করে দিতে পারে। অনায়াসে চুরি হয়ে যেতে পারে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য।

ব্যবহারকারীদের করণীয়ঃ
যে অ্যাপগুলো সামান্য কিছু টাকা দিয়ে বা বিনামূল্যে কিছু দিতে চায়, তাতে ভরসা রাখবেন না।

আরও পড়ুন -  বিশ্ব বিজ্ঞান দিবসে ২০ ফিট বৃহৎ ম্যাজিক কল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করবে বিআইটিএম ১০ নভেম্বর বিআইটিএম ফের দরজা খুলছে

যাচাই না করে গুগল প্লে স্টোর থেকে কোনও অ্যাপ ডাউনলোড করবেন না।

যে কোনো অ্যাপ ডাউনলোডের আগে ভালোভাবে বিবরণ পড়ে নিন। অসুরক্ষিত অ্যাপগুলোর বিবরণ বাজেভাবে লেখা থাকবে।

Latest News

সেই আমি আমার মতো

সেই আমি আমার মতো।  আমার স্বপ্ন জ্বলে। চিরকাল পালন করি, আমি স্বপ্ন দেখি। চিরকাল পালন করি,আমি স্বপ্ন দেখি, মনের কথা বলে, কবিতা...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img