38 C
Kolkata
Friday, May 3, 2024

কঙ্কালের স্তূপের উপরে সত্যি লায়ন, ব্রিটিশ ফটোগ্রাফারের লেন্সে ধরা পড়েছে, ছবি দেখে মুগ্ধ বিশ্ববাসী !

Must Read

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   কার্টুন এ আমরা লায়ন কিং কে দেখেছি কিংবা তার কথা শুনেছি। এবারে বাস্তবে লায়ন কিং এর রুপ ধরা পড়লো এক ব্রিটিশ ফটোগ্রাফারের লেন্সে। কঙ্কালের ভর্তি টিলার উপরে যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছেন পশুরাজ সিংহ। যেন একেবারে লায়ন কিং এর প্রতিচ্ছবি। এই ছবিটি নেট মাধ্যমে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে এই ব্রিটিশ ফটোগ্রাফার একেবারে জনপ্রিয় হয়ে উঠেছেন মুহূর্তের মধ্যেই।

জানা গিয়েছে, ছবিটি তুলেছিলেন ব্রিটিশ ফটোগ্রাফার সিমন নিহম ও দক্ষিণ আফ্রিকার একটি অভয়ারণ্যের ছবিটি তোলা হয়েছিল। এই ছবিটি সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হওয়ার সঙ্গে সঙ্গেই একজন সেন্সেশন হয়ে উঠেছেন এই ফটোগ্রাফার। একটি সংস্থা রয়েছে সেখানে কাজ করতে গিয়েছিলেন। কাজ শুরু করার আগে অভয়ারণ্যে এমনি ঘুরতে বেরিয়ে ছিলেন তিনি। তখনই তিনি ওই অভূতপূর্ব দৃশ্য লক্ষ্য করেন অভয়ারণ্যের মধ্যে। ৫২ বছরের এই ফটোগ্রাফার জানিয়েছেন, অভায়ারণ্য সেই মুহূর্তে সূর্য উঠতে শুরু করেছে। সেই সময় আচমকা তিনি সিংহটিকে দেখতে পান। মাত্র ৩০ মিটার দূরে দাঁড়িয়ে থেকে সিংহের ওই ছবিটি তুলেছিলেন। জীবনে এই সুযোগ অত্যন্ত বিরল তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে ব্যাগ থেকে ক্যামেরা বের করে তিনি ওই অভূতপূর্ব ছবি ক্যামেরা লেন্স বন্দী করেন। মাত্র এক মিনিটের মত সময়ে ওই কংকাল স্তুপে সিংহটি দাঁড়িয়েছিল। সেই সময় তিনি মুহূর্তের মধ্যে ওই ছবিটি ক্যাপচার করেন। নিজের মতো আরও বেশ কয়েকটি ছবি তুলেছিলেন কিন্তু যে ছবিটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে পপুলার হয়েছে সেটি তার সব থেকে ভালো মনে হয়েছিল। তিনি নিজেই জানিয়েছেন, এই ছবিটি দেখে অনেক সময় তার নিজেরই ছোটবেলার কমিক্স বই এর পড়া লায়ন কিং এর কথা মনে পড়ে। সিম্বা যেরকম ভাবে পাহাড়ের উপরে দাঁড়িয়ে সকলকে আদেশ দিতো, ঠিক সেরকমই দক্ষিণ আফ্রিকার এই সিংহটি পাহাড়ের উপরে দাঁড়িয়ে ছিল। এই ছবিটিকে নিজের জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার হিসেবে মনে করেন। সত্যি বিরল ঘটনা ।

আরও পড়ুন -  ভোজপুরি নায়িকা প্রিয়াঙ্কা পণ্ডিতের গোপন এমএমএস ফাঁস ! অভিনেত্রীর দাবি ‘আমার ভিডিও নয়’

Latest News

Gold Price Today: চড়লো সোনার দাম কলকাতায়, চিন্তায় পড়লেন মধ্যবিত্তরা

Gold Price Today: চড়লো সোনার দাম কলকাতায়, চিন্তায় পড়লেন মধ্যবিত্তরা।  ভারতবর্ষে সোনার ব্যবহার: ঐতিহ্য ও আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন। ভারতের ইতিহাস ও...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img