30 C
Kolkata
Sunday, May 5, 2024

মদন মিত্রের হাত ধরে আসছে ‘ দুয়ারে শুকনো খাবার ’, নতুন প্রকল্প

Must Read

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   দুয়ারে শুকনো খাবার প্রকল্প চালু করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। নিজের উদ্যোগে এই প্রকল্প চালু করেছেন তিনি। এই প্রকল্পের কাজ শুরু করে দিয়েছেন। কামারহাটি এলাকায় এই দুয়ারে শুকনো খাবার প্রকল্প চালু করা হয়েছে মদন মিত্রের উদ্যোগে। আর এর জন্য চালু করা হয়েছে তিনটি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার। মদন মিত্র জানিয়ে দিয়েছেন, এই নম্বরগুলিতে ফোন করলে এই শুকনো খাবার পাওয়া যাবে। তিনটি ফোন নম্বর হলো 9903389111, 9903378111, 842066666।

আরও পড়ুন -  প্রেম ভাঙল অভিষেক আর দিয়ার, ইনস্টাগ্রাম পরস্পরের সব ছবি মুছে ফেললেন

মদন মিত্র জানিয়েছেন, এলাকার মানুষের সুবিধা করার জন্য তিনি এই নতুন প্রকল্প চালু করলেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তার নিজের নম্বর এবং এই বেশ ক’টি নাম্বার তিনি আপলোড করে দিয়েছেন। তিনি সকলের উদ্দেশ্যে জানিয়েছেন, “ত্যাগেই আনন্দ। আমার অনেক কিছু আছে। কিন্তু অনেক মানুষের অনেক কিছু প্রয়োজন। তাদেরকে এই সাহায্য পৌঁছে দেওয়া আমার কাজ। আমি তাই ঘোষণা করছি আপনাদের কোথাও যেতে হবে না। আমাকে এই তিন মোবাইল নম্বর মারফত ফোন করবেন। সাহায্য ঠিক জায়গায় ঠিক সময়ে পৌঁছে যাবে।” মদন মিত্র কে দেখা যাচ্ছিল এলাকায় বিভিন্ন খাবার দেওয়ার কাজ করতে। কামারহাটি মানুষের জন্য কিছু করবেন, এটা তিনি সবসময় ভেবে থাকেন। তাই আবারও কামারহাটির মানুষের জন্য কিছু করার উদ্যোগে চালু করে দিলেন এই দুয়ারে শুকনো খাবার প্রকল্প। এই প্রকল্প চালু করার সময় তিনি বললেন, ‘আপনাদের দ্বারা আমি নির্বাচিত। তাই আপনাদের সব প্রয়োজনে আমি আছি আপনাদের পাশে।’

আরও পড়ুন -  Tiffany Married: ট্রাম্প কন্যা টিফানি, ৪ বছরের ছোট যুবককে বিয়ে করলেন

তিনি সকলের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তার এলাকার ১০০টি গ্রুপ বিভিন্ন উপকূলীয় অঞ্চলে গিয়ে ত্রাণ বিলি করে আসছে। এছাড়াও তিনি জানিয়েছেন এলাকার সুবিধার জন্য তিনি বিভিন্ন জায়গায় মা ক্যান্টিন চালু করেছেন। সঙ্গেই জানিয়েছেন, এলাকার মানুষের পাশে দাঁড়াতে পেরেছি নিয়ে খুশি কিন্তু এলাকার মানুষ যখন কোন জয়যাত্রা চাইনি, তাই তিনিও কোন জয়যাত্রা করছেন না।

আরও পড়ুন -  Post Office Scheme: ৫ মাসে আপনার টাকা দ্বিগুণ করুন পোস্ট অফিস স্কিমে বিনিয়োগ করে, কি ভাবে জেনে নিন

Latest News

সেই আমি আমার মতো

সেই আমি আমার মতো।  আমার স্বপ্ন জ্বলে। চিরকাল পালন করি, আমি স্বপ্ন দেখি। চিরকাল পালন করি,আমি স্বপ্ন দেখি, মনের কথা বলে, কবিতা...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img