33 C
Kolkata
Thursday, May 2, 2024

প্যালেস্তাইনে নিহত শিশুর ছবি পোস্ট করে সরব জয়া আহসান, “এ কোন নরক এই পৃথিবীতে!”

Must Read

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান (Jaya Ahsan)। “এ কোন নরক এই পৃথিবীতে!” লিখলেন তারকা।

আন্তর্জাতিক মঞ্চের আহ্বান সত্ত্বেও লড়াই থামাচ্ছে না ইজরায়েল ও প্যালেস্তাইন (Israel Palestine)। দুই পক্ষের লড়াইয়ে শয়ে শয়ে মানুষ প্রাণ হারাচ্ছেন। বাদ যাচ্ছে না ছোট ছোট শিশুরাও। কেউ স্বজন হারিয়ে কান্নায় ভেঙে পড়ছেন, কারও চোখের সামনে শুধু ধ্বংসস্তূপ। এমনই এক দৃশ্য ফেসবুকে শেয়ার করে জয়া লেখেন, “নরকের অতলে নেমে যাচ্ছি মনে হয়। ভেঙে ঝুরঝুরে হয়ে যাওয়া বাড়িঘর। তার ওপরে ভাসছে পাক খাওয়া আগুন। আর সারি বাঁধা তরতাজা লাশ। একটু আগেই তারা হাসছিল, খাচ্ছিল, শিশুটি নিচ্ছিল মায়ের আদর। যারা বেঁচে আছে, তারা রক্তমাখা। আগুনের লেলিহান শিখার নিচে ছুটোছুটি করছে। নিজের জীবন বাঁচাতে নয়। ধংসস্তুপের ঝাঁঝরা ইঁট সরিয়ে সরিয়ে তারা বের করে আনছে চাপা পড়ে থাকা শিশুদের। ওই কচি বাচ্চাগুলো ডুবে ছিল আলো–বাতাসহীন বিভীষিকার তলায়। একটি শিশুকে উদ্ধার করা হলো, ওর পুরো পরিবার পাঁচ মিনিট আগেও মমতায় ঘিরে রেখেছিল ওকে। পৃথিবীতে এখন সে একেবারে একা। ছোট্ট একট খুকি। এখনই তার পরিবার নেই, দেশ তো ছিলই না।” এরপরেই আবার মৃত্যুর পরিসংখ্যান দিয়ে জানান নিহতদের চার ভাগের এক ভাগই নাকি শিশু। তারপরই আবার অভিনেত্রী লেখেন, “এ কোন নরক এই পৃথিবীতে! তাদের অসহায়তা আর হাহাকারে কণ্ঠ বুজে আসে। এই যুদ্ধ থামুক। শিশুরা খেলা করুক রোদেলা মাঠে, খেজুর গাছের নিচে। নিজের দেশে দেশছাড়া এই মানুষগুলো নিজেদের এক চিলতে ঘরে ফিরুক। এক জীবনে কি এটা খুব বড় প্রত্যাশা?”

আরও পড়ুন -  Weather: ঝড়বৃষ্টির তান্ডব রাজ্যজুড়ে বিকেলের দিকে, কালবৈশাখী কোন জেলা দেখতে পাবে?

Latest News

Bhojpuri: উদ্দাম রোম্যান্সে মাতামাতি আম্রপালি, নিরাহুয়ার ঠোঁটে ঠোঁট লাগিয়ে, এই ভিডিওর গান বাচ্চাদের সামনে দেখা যাবে না

Bhojpuri: উদ্দাম রোম্যান্সে মাতামাতি আম্রপালি, নিরাহুয়ার ঠোঁটে ঠোঁট লাগিয়ে, এই ভিডিওর গান বাচ্চাদের সামনে দেখা যাবে না।  ভোজপুরী ভিডিও সংঃ ভোজপুরী...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img